বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচন-২০১৭-১৮ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে, এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৩৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এ নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ৩৭১ জন ভোটারের মধ্যে ৩৬০ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি বার বার নির্বাচিত সভাপতি, ঢাকা ‘ল’ কলেজের অধ্যক্ষ অ্যাড. সিরাজ-উল-ইসলাম ১৫৪ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. জহুরুল ইসলাম। তিনি পেয়েছেন ১৭৬ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে সিনিয়র আইনজীবী অ্যাড. আব্দুল মান্নাফ ১৫৫ ভোট পেয়ে এবং স্পোশাল পিপি অ্যাড. আকরাম হোসেন দুলাল ১৮২ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়লাভ করেছেন। যুগ্ম সম্পাদক পদে অ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু ১১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়লাভ করেছেন। কোষাধ্যক্ষ পদে অ্যাড. শহীদুল ইসলাম (বাবু) ১৯০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। লাইব্রেরী সম্পাদক পদে অ্যাড. এস.এম. শাতিল মাহমুদ ১৮৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।