Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজাপুরে পাটা ব্রিজটির বেহাল দশা

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ-পূর্ব লেবুবুনিয়া গ্রামের হানিফ হাওলাদার বাড়ির সামনের বাইপাস খালের ওপরের পাটা ব্রিজটির অনেকগুলো পাটা ভেঙে এবং লোহার পাত বাঁকা হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে পাঁচ গ্রামের তিন সহস্রাধিক মানুষ ঝুঁকি নিয়ে ওই ব্রিজ পারাপার হচ্ছেন। স্থানীয় মো. হানিফ হাওলাদার, মো. মশিউর রহমান, মো. সুলতান ম্যানেজার ও মো. নুরুল হক হাওলাদারসহ ওই এলাকার একাধিক লোক অভিযোগ করে বলেন, প্রায় ১০ বছর আগে লোহার স্ট্রাকচারের উপর ঢালাই পাটা দিয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজটির লোহার স্ট্রাকচার পুরাতন হয়ে মরিচা ধরে বাঁকা হয়ে গেছে এবং ব্রিজটির মধ্যস্থানসহ বিভিন্ন স্থানের ঢালাই পাটাগুলো ভেঙে পড়ে যাওয়ায় স্থানীয় লোকজন ওই স্থানে বাঁশ ও গাছ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। ব্রিজটি দিয়ে লেবুবুনিয়া দাখিল মাদরাসা-স্কুলের শিক্ষার্থীসহ ওই এলাকার নারী, শিশু, বৃদ্ধ ও বোঝা বহনকারী মানুষ খুব ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। ব্রিজটি নড়বড়ে হওয়ায় পারাপারের সময় দোল খাচ্ছে বলে স্থানীয়রা আরো জানান। তাই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. লুৎফুর রহমান জানান, ওই ব্রিজটি সম্পর্কে তার জানা নেই। বর্তমানে এলজিইডির আয়রন ব্রিজ নির্মাণের কোনো পরিকল্পনা নেই। খোঁজ নিয়ে তাই ওই স্থানে যাতে একটি ঢালাই ব্রিজ নির্মাণ করা হয় সেজন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজাপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ