Inqilab Logo

মঙ্গলবার ১৫ অক্টােবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে প্রতিপক্ষের হামলায় শিক্ষার্থী সহ আহত ৫

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ৮:৫১ পিএম

ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষের হামলায় ৪ শিক্ষার্থী সহ ৫ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা পরে উপজেলার পুটিয়াখালীর মীরের হাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা জানায়, চলমান জেএসসি পরীক্ষায় নিজামিয়া কেন্দ্র থেকে তুহিন পরিক্ষা শেষে বাড়ি ফেরার সময় বাড়ায় চালিত মটরসাইকেল নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তুহিন পরীক্ষা কেন্দ্র থেকে চলে আসলে উপজেলার উত্তমপুর ব্রীজ এলাকায় দুপুরে ইসা, রায়হান, মেহেদি, শিপন, ফেরদাউস তার (তুহিনের উপর) চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়। পরে সন্ধ্যার পরে উপজেলার মীরের হাট বাজারে স্থানীয় সোহেল মুন্সি, দবির মীরা, স¤্রাট, ফারুক, হারুন, ইসা, রায়হান, মেহেদি, শিপন, ফেরদাউস সহ ২০/২৫ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এ সময় এসএসসি পরীক্ষার্থী মোঃ কামাল খান (১৮), টেম্পু চালক মোঃ সোহগ হোসেন (২৮), জেএসসি পরীক্ষার্থী মোঃ তুহিন (১৩), বড়ইয়া কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ এনামুল হোসেন (১৮) ও বরিশাল অমৃত লালদে মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ মুইন হোসেন (১৮) আহত হয়। আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কামাল, সোহাগ ও তুহিনকে বরিশাল শে৬বাচিমে প্রেরন করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজাপুরে

১০ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ