বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝারকাঠির রাজাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। বুধবার রাত ২টায় উপজেলার সাতুরিয়া ইউনিয়নের গড়াইয়া এলাকার মোঃ তানভির আহম্মেদ মেনাম এর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। মেনামের স্ত্রী মায়া জানায়, প্রথমে তাদের ঘরের সামনের দরঝা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সামনে ঘুমে থাকা হুজুরের হাত-পা বেদে ফেলে। পরে ভিতরের দরঝা ভেঙ্গে ১৩ জনের একটি দল ভিতরে প্রবেশ করে দেশীও অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেধে ফেলে। তখন রাত আনুমানিক ২টা ২০মিনিট। এ সময় তাদের ঘরে থাকা আলমারি ভেঙ্গে নগদ প্রায় ৩ লক্ষ টাকা সহ ১০ ভরি সোনার গহনা, একটি লাইসেন্সধারী বন্দুক, বন্দুকের ৩০টি গুলি ও ৫টি মোবাইল সেট হাতিয়ে নেয়। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপার মোঃ জোবায়দুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।