Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নযাত্রায় শ্রীলংকায় এখন মুশফিকরা

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টেস্টে হেরাথ (৭৮ ম্যাচ) ছাড়া শ্রীলঙ্কার অন্য কারো অভিজ্ঞতা মুশফিক, সাকিব, সাকিব, তামীমদের মতো নয়। এই প্রথম শ্রীলঙ্কার চেয়ে অভিজ্ঞ দলকে নিয়ে বাংলাদেশ সফর করছে শ্রীলঙ্কা। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মিশনে স্বপ্নযাত্রায় বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। ৪ বছর আগে যে শ্রীলঙ্কা সফরে সূচিত হয়েছিল এই প্রতিপক্ষের বিপক্ষে প্রথম টেস্ট ড্র’,ওয়ানডে সিরিজ ১-১ এ সমতা,১ ম্যাচের টি-২০ সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই, সেই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের চোখ এবার দারুণ কিছু অর্জনের।  সাঙ্গাকারা, মাহেলা, দিলশান, ম্যাথুউজহীন তুলনামূলক অনভিজ্ঞ শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট জয় ছাড়াও  ওয়ানডে র‌্যাঙ্কিং পয়েন্টে শ্রীলঙ্কাকে ছুঁয়ে ফেলার লক্ষ্য নিয়ে গতকাল দুপুরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ দলে ফিরেছেন ক্রিকেটারদের মোটিভেটর ম্যানেজার খালেদ মেহমুদ সুজন, ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফোর বর্ষসেরা ডেব্যুটেন্ট এবং বর্ষসেরা টি-২০ বোলারের পুরস্কারে ভূষিত হয়ে চাঙ্গা দুই বিস্ময় প্রতিভা মেহেদী হাসান মিরাজও মুস্তাফিজুর রহমান দলের নিউক্লিয়াস। সম্প্রতি নিউজিল্যান্ড ও ভারত সফরে তিন টেস্টের তিনটিতেই প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছে বাংলাদেশ, তিনটি ম্যাচের সমাপ্তিই হয়েছে নাটকীয়ভাবে, শেষ দিনের অন্তিম সময়ে। শ্রীলঙ্কার পরিচিত কন্ডিশনে সময়ের সেরা দলটিকে ঘিরে তাই অনেক বেশি প্রত্যাশা টিম ম্যানেজার খালেদ মেহমুদ সুজনের। সর্বশেষ ২ সিরিজের  অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কা সফরকে স্মরণীয় করে রাখার স্বপ্ন দেখছেন তিনি। গতকাল দুপুরে ঢাকা ছেড়ে যাওয়ার প্রাক্কালে হযরত শাহজালাল ( রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এমন স্বপ্নের কথাই শুনিয়েছেন তিনি Ñ‘নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টানা দুই সিরিজে খেলে আমরা বেশ অভিজ্ঞতা অর্জন করেছি। যদি ওই অভিজ্ঞতা যথাযথভাবে কাজে লাগাতে পারি, তাহলে শ্রীলঙ্কায় ভালো কিছুই পাওয়ার সুযোগ রয়েছে আমাদের। আমাদের লক্ষ্য একটাই, জয়। এই লক্ষ্যেই আমরা সেখানে যাচ্ছি। আমরা আশাবাদী, আমাদের সেই সক্ষমতা আছে। যদি আমরা বেটার ক্রিকেটার খেলতে পারি; আমার বিশ্বাস- শ্রীলঙ্কায় জিতবে বাংলাদেশ।’
এই স্বপ্নযাত্রায় শততম টেস্ট খেলবে বাংলাদেশ। ক্রিকেটের এলিট এরিনায় পা দিয়ে ১৭তম বর্ষে এখন কাউন্টডাউন শুরু করেছে বাংলাদেশ। আগামী ১৫ মার্চ পি. সারায় শততম টেস্ট সিরিজকে সামনে রেখে পুরো দলটিই এখন রোমাঞ্চিত। এমন এক রোমাঞ্চকর টেস্টে ইতিহাস রচনায় দেশবাসীকে স্মরণীয় কিছু উপহার দিতে চান টিম ম্যানেজার খালেদ মেহমুদ সুজনÑ‘  এই সফরের দ্বিতীয় টেস্টটি বাংলাদেশের শততম টেস্ট। আমরা ওই টেস্টের দিকেই তাকিয়ে আছি।  বাংলাদেশ শততম টেস্ট নিয়ে রোমাঞ্চিত। যতটা সম্ভব এটা ভালোভাবেই শেষ করতে চাই। মূলত আমাদের সবারই চাওয়া- স্মরণীয় কিছু নিয়ে ফেরা।’
৩ দিন আগে ক্রিকইনফোর বর্ষসেরা ডেব্যুটেন্ট ক্রিকেটারের পুরস্কারে ভুষিত হওয়া অফ স্পিনার  মিরাজও বাংলাদেশের  শততম টেস্টকে রাঙিয়ে দিতে চান মেহেদী  রঙেÑ‘চেষ্টা করবো ম্যাচটি স্মরণীয় করে রাখতে। শততম ম্যাচটি খেলার সৌভাগ্য হলে ভালো খেলতে চেষ্টা করব।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট রেকর্ড দারুণ শ্রীলঙ্কার। ১৬ ম্যাচে ১৪টি জয়। তার উপর নিজেদের মাঠে ক্রিকেট পরাশক্তিদের পর্যুদস্ত করার অতীতও আছে শ্রীলঙ্কার। রানাতুঙ্গা, ডি সিলভা, সাঙ্গাকারাদের উত্তরসূরিদের বিপক্ষে তাই সতর্কভাবে পা ফেলতে চান মিরাজ। বিশেষ করে গত বছর টেস্টে ৯ ম্যাচে ৫২ উইকেটে নিজেকে অন্যভাবে মেলে ধরা লঙ্কান অফ স্পিনার রঙ্গনা হেরাথকে নিয়ে সাবধানী  তিনি Ñ‘ওরা অনেক অভিজ্ঞ দল। রঙ্গনা হেরাথসহ আরো বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় ওদের দলে রয়েছেন। তাদের মাটিতে খেলা, তাই সব দিক থেকেই ওরা এগিয়ে থাকবে।’
ইনজুরি মুক্ত স্কোয়াড, সময়ের সেরা ফর্মে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার, বৈচিত্রপূর্ণ বোলিং অ্যাটাকে স্বপ্নময় সফরের প্রত্যাশা মিরাজেরÑ‘আমাদের দলেও বিশ্বমানের ক্রিকেটার রয়েছেন। বিশেষ করে সিনিয়ররা অসাধারণ খেলছেন। জুনিয়ররাও দলের জন্য অবদান রাখছে। চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটা দেয়ার। আমার পারফরমেন্সে দল জিতলে সেটা অনেক ভালো লাগার হবে। সেটাই চেষ্টা করব।’
নিউজিল্যান্ড সফরে বোলিংয়ে নিজেকে  মেলে ধরা কামরুল ইসলাম রাব্বী ও লংকা জয়ের স্বপ্নে বিভোরÑ‘ রেজাল্টের দিকে ফোকাস থাকবে আমাদের। ওদের মতো আমাদের দলটিও তারুন্য নির্ভর। অভিজ্ঞতায় তেমন একটা পার্থক্য নেই।’



 

Show all comments
  • মহিউদ্দিন ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:১৬ এএম says : 0
    আশা করি এই সফরে বাংলাদেশ ভালো করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিকরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ