বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে সুস্থ-সবল মেধাবী জাতি গঠনে ডিম খেতে উদ্বুদ্ধ করতে ৩টি বিদ্যালয়ের সাড়ে ৮শ’ শিশুর হাতে ডিম তুলে দেয়া হয়েছে।
আজ রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীরাথপুর কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শরীফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাতে ডিম তুলে দেন প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে কাজী ফার্মস লিমিটেডের কাজী হ্যাচারির সহযোগিতায় জেলা সম্পদ অধিদপ্তর শিশুদের মধ্যে এসব ডিম বিতরণ করে।
কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম মেজবাহ উদ্দিন বলেন, আমাদের শিশুরা পেট ভরে ভাত খেতে পারে। ভাতে শরীরের সব চাহিদা পূরণ হয় না। শিশুর মেধা বিকাশে ডিম, দুধ, ফলের প্রয়োজন রয়েছে। আমাদের স্কুলে শিশুদের ডিম খেতে উদ্বুদ্ধ করতে শিশুদের মধ্যে ডিম বিতরণ করা হয়েছে। এতে শিশুরা ডিম খেতে উৎসাহিত হবে। তারা ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলে সুস্থ, সবল জীবন গড়ে তুলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।