বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : সহপাঠী ছাত্রীকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেছে এক বখাটে ছাত্র। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে রাজশাহী সরকারি সিটি কলেজের ২২৮ নম্বর কক্ষের সামনে। বখাটে ওই ছাত্রের নাম এজাজ হোসেন রিক। সে ওই কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। এ খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে কলেজের শিক্ষার্থীরা। এরপর কলেজের সব ক্লাস স্থগিত করে দেয়া হয়। শিক্ষক পরিষদের জরুরি সভা ডেকে বখাটে ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
লাঞ্ছিত ছাত্রী জানায়, সকালে মানবিক বিভাগের একাদশ প্রথম বর্ষেও ‘ক’ শাখার অর্থনীতি বিষয়ের ক্লাস চলছিল। এ সময় বখাটে রিক ক্লাসে বসেই মুঠোফোনে কথা বলছিল। শ্রেণি শিক্ষক বায়োজিদ বোস্তামি তখন ওই ছাত্রের কাছ থেকে মুঠোফোনটি কেড়ে নেন। এরপর তাকে ক্লাসের পেছনে গিয়ে বসতে বলেন।
ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা তখন ওই শিক্ষকের কাছে অভিযোগ করে, রিক প্রতিদিনই ক্লাসে বসে মুঠোফোনে কথা বলেন, ফেসবুক চালায়। মেয়েদেরও উত্ত্যক্ত করে। তাদের কথায় সায় মেলায় ওই ছাত্রীও। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রিক।
ছাত্রী জানায়, সকাল পৌনে ১০টায় ক্লাস শেষ হয়। এরপর শ্রেণি শিক্ষক প্রথমে বেরিয়ে যান। পেছনে শিক্ষার্থীরাও বের হচ্ছিলেন। বখাটে রিক তখন দাঁড়িয়ে ছিলেন শ্রেণি কক্ষের দরজার পাশে। ওই ছাত্রী সেখানে যাওয়া মাত্র তাকে সবার সামনেই জোরে একটি চড় মারেন রিক। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়। এরপর রিক পালিয়ে যায়।
তার সহপাঠীরা জানান, কলেজ শাখা ছাত্রলীগের কর্মী রিক প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করেন। কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেন না। কলেজ কর্তৃপক্ষও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নিলুফার পারভীন বলেন, ‘মেয়েটি কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসে। আমরা সব শুনেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজের সব ক্লাস স্থগিত করা হয়। উভয়পক্ষের অভিভাবককে বিষয়টি জানানো হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।