Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করলো গ্রামবাসী

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : যুগ যুগ ধরে জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণের উদ্যোগ না নেয়ায় গ্রামবাসীদের দুর্ভোগের সীমা নেই। তাই বাধ্য হয়ে নিজেরাই ঢাকি ও কোদাল কাঁধে তুলে স্বেচ্ছাশ্রমে মাটি কেটে প্রায় ১২ ফুট চওড়া ও ৪শ ফুট দীর্ঘ রাস্তা নির্মাণ করছেন দুই গ্রামের প্রায় শতাধিক মানুষ। নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলার সীমান্তে মালিপাড়া দক্ষিণপাড়া ও চষুডাঙ্গা গ্রামে এ রাস্তা নির্মিত হচ্ছে। জানা যায়, বড়াইগ্রামের মালিপাড়া, মাধাইমুড়ি, লালপুরের চষুডাঙ্গা, বেলগাছি, গোধড়া ও চকপাড়া গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের চলাচলের পথ এটি। মাঝখানে বড়াল নদী বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়া গেলেও রাস্তা না থাকায় বর্ষাকালে দুর্ভোগের অন্ত থাকে না। ইসলামপুর গুণাইহাটি সিনিয়র মাদরাসা, চষুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চষুডাঙ্গা ফোরকানিয়া মাদ্রাসায় দুপাড়ের শিক্ষার্থীরাই পড়াশুনা করে। এছাড়া উভয় পাড়ের লোকজনকে বনপাড়া বাজারে যাতায়াত করতে হয়। সরু ও নিচু রাস্তায় কাদাপানির কারণে শিক্ষার্থীসহ অন্যান্য লোকজনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। জনপ্রতিনিধিরা ভোটের সময় রাস্তা করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর খোঁজ রাখেন না। তাই বাধ্য হয়ে নিজেরাই গত চারদিন যাবৎ স্বেচ্ছাশ্রমে ১২ ফুট চওড়া রাস্তা নির্মাণে কাজ করছেন। শুক্রবার সরেজমিন গিয়ে দেখা গেছে, গ্রামের বাসিন্দারা বিপুল উৎসাহে কেউ মাটি কেটে ঢাকি ভরাট করছেন আর কেউ মাথায় কওে সে মাটি বয়ে নিয়ে রাস্তা তৈরি করছেন। গোটা গ্রামে যেন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মালিপাড়া গ্রামের আলেক মিয়াজি ও সিরাজুল ইসলাম বলেন, এখানে রাস্তা না থাকায় চলাচলে আমরা দারুণ দুর্ভোগ পোহাচ্ছিলাম। এলাকার লোকজনের উদ্যোগে রাস্তাটি নির্মাণ হওয়ায় আমাদের দারুণ উপকার হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুল হাকিম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখানে নির্মিত রাস্তাসহ নদীতে একটি ব্রিজ নির্মাণ করলে এ এলাকার মানুষের জীবনমান পাল্টে যাবে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় বরাদ্দ দেয়ার চেষ্টা করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মাণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ