Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্টে ম্যাথুউজকে পাচ্ছে না বাংলাদেশ

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শ্রীলংকার বর্তমান টেস্ট দলের ক্রিকেটারদের মধ্যে রঙ্গনা হেরাথের (৭২ ম্যাচ) পর অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুউজ (৬৫ ম্যাচ)। ২০১৩ সাল থেকে টেস্টে শ্রীলংকার নিয়মিত অধিনায়কও এই অল রাউন্ডার। ৬৫ টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন ম্যাথুউজের বাংলাদেশের বিপক্ষে টেস্ট রেকর্ডটাও ভাল। বাংলাদেশের বিপক্ষে ৪ টেস্টে ২২৮ রানের পাশে ঝুলিতে আছে তার ১টি উইকেট। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ উইনিং ৮৬ রানের ইনিংসও আছে তার। ৬৫ টেস্টে ৭ সেঞ্চুরি, ২৬ ফিফটিতে ৪৪৭০ রানের (গড় ৪৬.০৮) মালিক অ্যাঞ্জেলো ম্যাথুউজকে আসন্ন শ্রীলংকা সফরে টেস্ট সিরিজে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না বাংলাদেশ দল। গত মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ওয়ান্ডারার্সে দ্বিতীয় টি-২০ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। হ্যামেস্ট্রিংয়ের সেই চোট কাটিয়ে উঠতে পারেননি ওই ম্যাচের ম্যাচ উইনার। আগামী মঙ্গলবার ঘোষিত হবে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার টেস্ট দল। তবে দল ঘোষণার আগেই বাংলাদেশের জন্য একপ্রকার সুসংবাদই দিল শ্রীলংকা ক্রিকেট। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে আরও বিশ্রামের প্রয়োজন শ্রীলংকার টেস্ট অধিনায়কের। তাই বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে দেখা যাবে না শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুউজকে, গতকাল শ্রীলঙ্কার প্রভাবশালী ইংরেজী দৈনিক ডেউলি মিরর এ সংবাদই দিয়েছে। হ্যামেস্ট্রিংয়ের চোট ম্যাথিউজকে ভোগাচ্ছে গত এক মাস ধরেই। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট খেললেও টি-২০ সিরিজের মাঝপথে দেশে ফিরে আসেন চোট পেয়ে। ইনজুরির কারণে এ মাসে অস্ট্রেলিয়া সফরে টি-২০ সিরিজও করেছেন মিস ম্যাথুউজ। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ করছেন মিস, তা নিজেই ওই দৈনিককে জানিয়েছেন ম্যাথুউজ ‘বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটি খেলতে পারবো না। যা ধারণা করেছিলাম, পুনর্বাসন প্রক্রিয়ায় ফিরতে তার চেয়েও বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে এখন। গোড়ালির রগ ছিঁড়ে গেছে; পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে।’
ম্যাথিউজের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিকল্প অধিনায়ক খুঁজতে হচ্ছে শ্রীলংকা ক্রিকেটকে। গত অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সফরে তার ইনজুরিতে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও দলের নেতৃত্ব থাকার সম্ভাবনা বেশি এই বাঁ হাতি স্পিনারের।
ওয়ানডে সিরিজ ম্যাথুউজ মিস করলে বাংলাদেশের হিসেব মেলানোর কাজটি হবে সহজ। কারণ ১৮০টি ওয়ানডে ম্যাচে ৪৪৯২ রান এবং ১১১ উইকেটের মালিক ম্যাথুউজই ২০১৪ সালে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে ২ দলের মধ্যে তৈরি করেছেন ব্যবধান। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দু’টি ম্যাচে বাংলাদেশের হাতের মুঠো থেকে ম্যাচ বের করেছে শ্রীলংকা ম্যাথুউজের ৫৬ এবং ৭৪ রানের হার না মানা ২টি ইনিংসে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ