Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গিটার আমার অলংকার -আইয়ুব বাচ্চু

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ১০ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশের গিটার লেজেন্ড আইয়ুব বাচ্চুর একক গিটার কনসার্ট সাউন্ড অব সাইলেন্স। এরপর পর্যায়ক্রমে দেশের আরো ৫টি বিভাগে এই শো আয়োজন হবে। এই কনসার্ট করা নিয়ে আইয়ুব বাচ্চু বলেন, প্রায় চার বছর আগে এ নিয়ে একটা পরিকল্পনা করেছিলাম। আমি এক সময় গিটার ভাড়া করে বাজিয়েছি। আর এখন আমার সংগ্রহে অনেকগুলো গিটার রয়েছে। আমার গিটারগুলো কথা বলতে চায়, হাসতে চায়, ক্রাউডদের সঙ্গে কথা বলতে চায়, আমি যখন স্টেজে গান করি মানুষ তখন শুধু গান নয়; গিটার বাজানোও শুনতে চায়। ওই অনুভ‚তি থেকেই আমার ইচ্ছে হলো কেন আমি এ ধরনের একটি শো করতে পারি না? তিনি বলেন, গিটারকে অনেক বেশি ভালবসি। গিটার যখন আমার কাঁধে থাকে তখন মনে হয় পুরো দুনিয়াটাই আমার। যখন তারগুলোতে হাত বুলাই তখন মনে হয়, তার চুলগুলোতেই হাত বুলাচ্ছি। যখন আমি গান গাইতে থাকি, গিটার বাজাই তখন মনে হয়, পৃথিবীতে এর চাইতে শান্তির আর কোনো বিষয় নেই। গিটার আমার কাছে অক্সিজেনের মতো। কারণ গিটার ছাড়া আমি একটা অস¤পূর্ণ পদার্থের মতো। শুধু মাইক্রোফোন নিয়ে গান গাওয়া আমার জন্য কঠিন একটা কাজ। গিটার আমার অলংকার। এটা আমার অহংকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ