Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিলামে বিক্রি হলো প্রিন্সের গিটার

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েলো ক্লাউড নামের গিটারটি নব্বই এর দশকে অনেক কনসার্টে ব্যবহার করেছেন প্রিন্স। প্রয়াত পপ স্টার প্রিন্সের ব্যবহৃত একটি গিটার বিক্রি হয়েছে প্রায় এক লাখ চল্লিশ হাজার ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে নিলামে ইয়েলো ক্লাউড নামের যে গিটারটি বিক্রি হয়েছে সেটি সদ্য প্রয়াত এই পপ স্টারের খুব পছন্দের ছিলো। বার্তা সংস্থা বলছে মার্কিন ফুটবল টিম ইন্ডিয়ানাপোলিস কোল্টসের মালিক জিম আরসি গিটারটি কিনেছেন। এ বছরের এপ্রিলে দুর্ঘটনাবশত ঔষধের ওভারডোজে মারা যান প্রিন্স। আশির দশকে শুধু তার জন্যেই গিটারটি বানিয়েছিল একটি কোম্পানি। নব্বই এর দশকে অনেক কনসার্টে সেটি ব্যবহার করেছেন প্রিন্স। জিম আরসির সংগ্রহে আরো রয়েছে কিংবদন্তি মিউজিসিয়ান জন লেনন, বব ডিল্যান এবং গ্রেটফুল ডেড ব্যান্ডের জেরি গার্সিয়ার ব্যবহৃত বাদ্যযন্ত্র। গত ডিসেম্বরে বিটলস ব্যান্ডের ড্রামার রিংগো স্টারের ব্যবহৃত ড্রামস তিনি দুই মিলিয়ন ডলারে কিনেছেন। এখন প্রিন্সের গিটারটিরও যায়গা হলো এই সংগ্রহে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিলামে বিক্রি হলো প্রিন্সের গিটার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ