প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চুকে সাধারণত স্টেজে তার দলের সাথে গান পরিবেশন করতে দেখা যায়। এবার তিনি স্টেজে শুধুই গিটার নিয়ে হাজির হতে দেখবেন তার ভক্তরা। আগামী মার্চ মাস থেকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, রাজশাহী এবং খুলনা শহরে ধারাবাহিকভাবে গিটার উৎসব উদযাপন করবেন তিনি। এই গিটার উৎসবের নাম দিয়েছেন ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’। এরইমধ্যে উৎসবের পরিকল্পনা প্রায় চ‚ড়ান্ত। শুধু গিটারে গিটারে গানের এমন উৎসব প্রসঙ্গে আইয়ূব বাচ্চু বলেন, ‘সবসময়ইতো মঞ্চে গান পরিবেশন করি। তাছাড়া ভেবে দেখলাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে ভবিষ্যতেও গান গাওয়ার অনেক সুযোগ আছে। কিন্তু এখনই গিটারে গানের উৎসবটা করা প্রয়োজন। কারণ বিভিন্ন সময়ে দেশ বিদেশের বিভিন্ন স্থানে আমি এমন অনেক ভক্ত পেয়েছি যারা শুধু আমার গিটারের সুরেলা শব্দই শুনতে চেয়েছেন। সেসব গিটার পাগল ভক্তদের জন্যই দেশের ছয়টি জেলা শহরে আমার এই আয়োজন। গিটারের কিছু নিজস্ব মিউজিক আছে। সেসব মিউজিক ভক্তরা শুনবেন। পাশাপাশি আমার কিছু জনপ্রিয় গান, চেনা জানা অন্য গানও গিটারের সুরে বেজে উঠবে। মূল কথা যারা আমার এই উৎসবে উপস্থিত থাকবেন তাদের সঙ্গে আমার আবেগকে ভাগাভাগি করে নেয়ার চেষ্টা থাকবে। আমি সত্যিই খুব আশাবাদী এই গিটারে প্রাণের ছোঁয়ার আয়োজন নিয়ে।’ অনেকেই আপনার নামের আগে বিশেষ বিশেষ বিশেষণ যুক্ত করে থাকেন। আপনার কোন বিশেষণটি ভালোলাগে? এমন প্রশ্নের জবাবে আইয়ূব বাচ্চু বলেন, ‘বিনয়ের সাথে বলতে চাই, আমার নামটাই একটি বিশেষণ। পৃথিবীর বুকে সবাই নিজের নাম বিশেষণে পরিণত করতে পারে না। আমি পেরেছি, এর জন্য মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।