নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের জন্য ঘোষিত হয়েছে যে ১৬ সদস্যের দলটি, ওই দলের ক্রিকেটারদের ম্যাচের সমষ্টি ২৫৯। সেখানে শ্রীলঙ্কার বর্তমান টেস্ট দলের ক্রিকেটারদের ম্যাচের সমষ্টি ৩৫৭! দু’দলের ক্রিকেটারদের টেস্ট ম্যাচ সংখ্যার ব্যবধান ৯৮টি। বর্তমানে বাংলাদেশ দলে টেস্ট ম্যাচের হাফ সেঞ্চুরি শুধুই মুশফিকুর রহিমের (৫২ টেস্ট)। সেখানে শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুউজ খেলেছেন ৬৫টি ম্যাচ, বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথের আছে ৭৮টি টেস্ট খেলার অভিজ্ঞতা। ৩০-এর ঘরে আছেন চান্দিমাল, করুণারত্নে, লাকমাল ও কুশল সিলভা। তারপরও শ্রীলঙ্কার চেয়ে অভিজ্ঞতার বিচারে বাংলাদেশকে এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের শ্রীলঙ্কান ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ান। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গতকাল থেকে শুরু হওয়া অনুশীলনের এক ফাঁকে এ ধারণা পোষণের কথাই জানিয়েছেন তিনিÑ ‘শ্রীলঙ্কায় সর্বশেষ সিরিজে বাংলাদেশ ভালো করেছে। আমাদের ক্রিকেটাররা এখন আগের চেয়েও বেশি অভিজ্ঞ। আমাদের এখন যে অভিজ্ঞতা আছে, তা আমাদেরকে এগিয়ে রাখছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবার আমাদের জন্য একটি দারুণ সিরিজ অপেক্ষা করছে। ভালো সুযোগ রয়েছে আমাদের।’
শ্রীলঙ্কার বর্তমান দলটির সঙ্গে অভিজ্ঞতার বিচারে বাংলাদেশকে এগিয়ে রাখছেন না, টেস্ট জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন এই ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচÑ‘গত দু’টি সিরিজের ফলাফল দেখলে হয়তো যে কেউ হতাশ হতে পারে। তবে আমাদের দলটি কিন্তু প্রতিটি ম্যাচই জয়ের সম্ভাবনা তৈরি করেছে। এটা খুবই ইতিবাচক। আশা করি, সামনে আমরা জয়ের ধারায় ফিরতে পারব। এটা অনেক আকর্ষণীয় একটি সিরিজ হতে যাচ্ছে। ক্রিকেটাররা সবাই মুখিয়ে আছে খেলার জন্য। অসাধারণ একটি সিরিজ হতে যাচ্ছে। যদি আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি; তাহলে ভালো সুযোগ রয়েছে।’
শ্রীলঙ্কা সফরের আগে দেশের মাটিতে মাত্র তিন দিনের অনুশীলনের সুযোগ পাচ্ছে মুশফিকুররা। পিএসএল খেলতে সাকিব, তামীম, মাহমুদুল্লাহ এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করায় তাদের অনুপস্থিতিতে ১৩ জনকে নিয়ে স্কিল ট্রেনিং এবং ফিটনেস অনুশীলন শুরু করেছেন হেড কোচ হাতুরুসিংহে, ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা এবং ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ান। জিমে ক্রিকেটাররা ফিটনেস অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ভিল্লাভারায়ানের নির্দেশনায়। অন্য দিকে ক্রিকেটারদের নেটে নামিয়ে দিয়ে গভীর পর্যবেক্ষণ করেছেন হেড কোচ হাতুরুসিংহে।
দেশে অনুশীলনের সময়টা মাত্র তিন দিন বলে শ্রীলঙ্কা সফরেও ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন ভিল্লাভারায়ানÑ‘শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের নিয়ে আলাদা আলাদা করে কাজ করেছি। কিছু পরীক্ষা নিয়েছি। সফরে যাওয়ার আগে খুব বেশি সময় পাচ্ছি না ফিটনেস নিয়ে কাজ করার। আমরা গত ছয় মাস খেলার মধ্যেই ছিলাম। এই সময়ে ছেলেরা ব্যাটিং-বোলিং অনেক বেশি করার সুযোগ পেয়েছে। তারা ক্লান্ত ছিল। এই মুহূর্তে তাদের একটা বিরতির প্রয়োজন ছিল। এখানে ফিটনেস ক্যাম্প করার মতো সময় আমাদের নেই। সে কারণেই সফরের মধ্যেই তাদেরকে নিয়ে কাজ করব।’
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ক্রিকেট দলকে পড়তে হবে স্পিনের মুখোমুখি। সেøা-উইকেটে বাংলাদেশ দলকে ঘাঁয়েল করতে চাইবে স্বাগতিকরা। তার পূর্ব প্রস্তুতি ঢাকা থেকেই নিতে পারছেন মুশফিকুররা। বাংলাদেশ দলের কোচিং স্টাফে তিন জন শ্রীলঙ্কান, প্রধান কিউরেটর নিজেও শ্রীলঙ্কান। তাই শ্রীলঙ্কার স্পিন সামলাতে ব্যাটিং কোচ থিলান সামারাবিরা গতকাল অনুশীলনের প্রথম দিনে ক্রিকেট অ্যাকাডেমি মাঠে মুশফিক, সাব্বির রহমান, লিটন, মোসাদ্দেক, সৌম্য, মুমিনুল ও মেহেদী হাসান মিরাজকে দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা। নেটে পেসার-স্পিনারদের সামলানোর সঙ্গে বোলিং মেশিনেও লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা।
শ্রীলঙ্কায় স্লো এবং লো বাউন্সি উইকেটের মুখোমুখি হতে হবে বলে প্রস্তুতির জন্য বানানো হয়েছে সে ধরনের উইকেট। শ্রীলঙ্কার উইকেটে পেস বোলারদের কোনো লেংথে বল করতে হবে, সেই উপায় বাতলে দিয়েছেন চন্দিকা হাথুরুসিংহে। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অনুপস্থিতিতে পেস বোলারদেরকে নিয়ে কাজ করেছেন তিনি। পাঁচটি পিচের ঠিক মাঝেরটি তৈরি করা হয়েছে শ্রীলঙ্কার সেøা এবং লো-পিচের কথা মাথায় রেখে। সেই পিচে গতকাল বিকেলে সেশনে লম্বা সময় ধরে পেস বোলাররা করেছেন বোলিং। স্পট বোলিং করেছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাশীস রায়। পরে এই চার পেস বোলারকে নিয়ে নিয়ে গোল হয়ে মিটিং করেছেন হাতুরুসিংহে। সব বোলারের হাতে ধরিয়ে দিয়েছেন তিনি একটি করে কাগজ। পেসারদের স্পট বোলিংয়ের মূল্যায়ন রিপোর্ট নাকি ওই কাগজে দিয়েছেন তিনি। কার ডেলিভারিতে কোথায় গলদ, কে কোন ডেলিভারি পারফেক্ট করেছেন, বল টু বল সেই রিপোর্টই দিয়েছেন হেড কোচ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।