নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : বিপিএলের সর্বশেষ আসরের শ্লগে বোলিং করে খুলনা টাইটান্সকে জিতিয়েছেন ক’ম্যাচ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেনো সেই স্মৃতিটাই ফিরে পেয়েছেন মাহামুদুল্লাহ। পরিচয়টা তার আগে ব্যাটসম্যান। কিন্তু পাকিস্তান সুপার লিগে(পিএসএল) প্রথম ম্যাচে ২৯ রানের হার না মানা ইনিংসের পর ব্যাটিংটাই পাচ্ছেন না মিডল অর্ডার মাহামুদুল্লাহ। দ্বিতীয় ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে বল হাতে রেখেছেন আস্থার স্বাক্ষর (১/১৮), তৃতীয় ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে বোলিংয়ে হতাশ করেছেন (০/২৩)। তবে ৪র্থ ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটার্স ম্যাচ জয়ে রেখেছেন এই অফ স্পিনার বোলিংয়ে বিশেষ ভ‚মিকা। করাচি কিংসের ওপেনিং পার্টনারশিপ যখন হয়ে উঠেছে ভয়ঙ্কর, ৬৩ রানের সেই পার্টনারশিপ দিয়েছেন ভেঙে মাহামুদুল্লাহ প্রথম ওভারেই। আউট সাইড অফ ডেলিভারিতে সাঙ্গাকারাকে (২৮)খেলতে প্রলুদ্ধ করে ফেলেছেন স্ট্যাম্পিংয়ের ফাঁদে। নিজের তৃতীয় ওভারে করাচি কিংসের আর এক ওপেনার ইনফর্ম বাবর আজম (৩৬)ও তার শিকার, সুইপ করতে যেয়ে দিয়ে এসেছেন ক্যাচ। নিজের শেষ ওভারে শোয়েব মালিককে শর্ট বলে করেছেন পরাস্ত ( ৩৬)। ৪-০-২১-৩, মাহামুদুল্লাহ’র এমন বোলিংয়ে করাচি কিংসকে ১৫৪/৬ এ বেধে ফেলে ৬ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে কোয়েটা গøাডিয়েটর্স। যে ইনিংসে ৪ বলে ৮ রানে অবিচ্ছিন্ন ছিলেন মাহামুদুল্লাহ। তার এমন পারফরমেন্সে ৬ ম্যাচে ৯ পয়েন্টে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে কোয়েটা। পিএসএলে এই প্রথম ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মাহামুদুল্লাহ।
আগের রাতে মাহামুদুল্লাহ’র এমন পারফরমেন্সে উদ্বুদ্ধ সাকিব গতকাল অল রাউন্ড পারফরমেন্সে পেশোয়ার জালমির ম্যাচ উইনার! ইনিংসের দ্বিতীয় ওভারে আমের ইয়ামিনকে তামীম রিটার্ন ক্যাচ দিয়ে ফিরলে (৫) ব্যাটিংয়ে দায়িত্বটা একটু বেশিই নিতে হয়েছে সাকিবকে। ২৪ বলে ২ চার এক ছক্কায় করেছেন ৩০ রান। গোলাম মুদাস্সরের ইয়র্কারকে ফুলটস বানিয়ে মিড উইকেটের উপর দিয়ে মেরেছেন ছক্কা,পরের বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি। পেশোয়ার ১৬৬/৬ স্কোর পুঁজিকে ১৭ রানের জয়ে পরিনত করতে পেরেছে সাকিবের ২ ওভারের এক স্পেলে (২-১-১৪-২)। প্রথম বলে ওমর আকমল এবং ৪র্থ বলে ইলিয়টকে এলবিডাব্লুতে ফিরিয়ে দিয়ে লাহোর কালান্দার্সকে ব্যাকফুটে নামিয়ে এনেছেন সাকিব। পেশোয়ার জালমির ১৭ রানে জয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাকিব। বিদেশের কোনো ঘরোয়া ক্রিকেটে পর পর দুই দিন বাংলাদেশের ২ তারকার জ্বলে ওঠার সুসংবাদ পেল ক্রিকেট প্রেমীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।