Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল পিএসএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

এমন লাভের মুখ পিএসএল আগে কখনোই দেখেনি। অন্তত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার কথা শুনলে সেটিই মনে হবে। তার মতে, এবারের পিএসএল বেশ ভালোই লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে পিসিবির কাছে। টুর্নামেন্টটির ইতিহাসে এত বেশি লাভের দেখা আর কখনোই পাওয়া যায়নি। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে রমিজ রাজা জানিয়েছেন, ‘এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে এবারের আসর দুর্দান্ত সফল হয়েছে। কারণ, আমরা প্রতি ম্যাচেই অসাধারণ দর্শকের দেখা পেয়েছি, লাহোর ও করাচি দুই মাঠেই। আমি আমার পেশাদারি জীবনে এমন অসাধারণ, উদ্দীপ্ত, রোমাঞ্চপ্রিয়, ক্রিকেটপ্রেমী দর্শক দেখিনি। বিশেষ করে লাহোরে।’
এরপরই আর্থিক দিক দিয়ে চলতি আসর পিসিবিকে কতটা সমৃদ্ধ করেছে, সে কথা তুলেছেন রমিজ, ‘এইচবিএল পিএসএলের লাভ বেড়ে ৭১ শতাংশ হয়েছে, যা ইতিহাসে সবচেয়ে বেশি। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ৯০ কোটি পাকিস্তানি রুপি পেয়েছে। এত বেশি অর্থ এর আগে পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি পায়নি এবং এই অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলোর পকেটে গিয়েছে টুর্নামেন্টের প্রথম বলটা মাঠে গড়ানোর আগেই।’
শুধু লাহোর বা করাচিই নয়, সামনের মৌসুম থেকে আরও অনেক শহরে পিএসএল আয়োজন করবেন বলে জানিয়েছেন রমিজ, ‘কোয়েটা, পেশোয়ার, মুলতানসহ দেশের অন্যান্য শহরে পিএসএল আয়োজন করার ব্যাপারে আগ্রহী আমরা। আগামী বছর আমরা মুলতান ও পেশোয়ারেও ম্যাচ আয়োজন করব। তখনই বিশ্ব দেখবে, আসল পিএসএলের জাদু। আশা করি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির ঘরের মাটিতে পিএসএলের খেলা আয়োজন করতে পারব যাতে আরও নতুন ভক্তদের সমর্থন আদায় করা যায়।’পিএসএলের সপ্তম আসরের পুরোটাই লাহোর আর করাচি দুই শহরে হয়েছে। ফাইনাল ম্যাচে লাহোরের গাদ্দাফি টেডিয়ামে মুলতান সুলতানসকে ৪২ রানে হারিয়ে পিএসএলের শিরোপা ঘরে তুলেছে লাহোর কালান্দার্স। এর আগে একবার ফাইনালে উঠেছিল দলটা, সেবার করাচি কিংসের কাছে হেরে যাওয়া লাহোর এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে অবশেষে পেয়েছে শিরোপার স্বাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিএসএল

২৯ জানুয়ারি, ২০২২
২৩ জানুয়ারি, ২০২২
১৪ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ