Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সালথা ও নগরকান্দায় সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মামা বাহিনী

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার সালথা ও নগরকান্দা উপজেলায় ফরিদপুরের কর্মরত সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মামা বাহিনী। মামা বাহিনীর বিভিন্ন অপকর্ম ও আওয়ামী লীগ কর্মীসহ সাধারণ জনগনকে মিথ্যা মামলা ও নির্যাতন করে এলাকা থেকে বিতাড়িত করেছে মামা বাহিনী। সাম্প্রতিক ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালীর খবর পত্রিকার সম্পাদক সেলিম মোল্যার সালথার বাড়িতে মামা বাহিনী হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে সেলিম মোল্যার পিতা মাতাসহ পরিবারের ৫ জনকে গুরুতর আহত করে। এরই প্রতিবাদে গত ১৫ ফেব্রুয়ারি ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব চত্ত¡রে মামা বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এবং ফরিদপুর জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি পেশ করে। এ মানববন্ধনে নগরকান্দা সালথা উপজেলার কয়েক হাজার সাধারণ জনগণ অংশ গ্রহণ করে। এ মানববন্ধনের নেতৃত্ব দেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ও ফরিদপুর থেকে প্রকাশিত ভোরের প্রত্যাশার সম্পাদক ইমতিয়াজ হাসান রুবেল। কেন সাংবাদিকরা মামা বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন করলো ক্ষুব্ধ হয়ে মামা বাহিনী সালথা ও নগরকান্দা উপজেলায় সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই মামা বাহিনীর প্রধান হচ্ছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পূত্র আয়মন আকবর চৌধুরী (চিটাগাংয়ের বাবলু মামা)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাহিনী

২১ নভেম্বর, ২০২২
২১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ