Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় বহু অপকর্মের হোতা খোকা অবশেষে পুলিশের খাঁচায়

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় একাধিক অপকর্মের হোতা রায়হান উদ্দিন খোকাকে গ্রেফতার করেছে পুলিশ। কখনও পুলিশের সোর্স পরিচয় দানকারী, কখনও আওয়ামী লীগ নেতা, আবার এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে জোরপূর্বক টাকা আদায়কারীর অভিযোগ তার বিরুদ্ধে। শুক্রবার বিকেল তিনটার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রায়হান উদ্দিন খোকা আশাশুনি উপজেলার কাপসন্ড গ্রামের আমিন উদ্দিনের ছেলে।
কাপসন্ডা গ্রামের রশিদ দোকানদারসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, রায়হানের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছিল। পুলিশের সোর্স ও আওয়ামী লীগ নেতা সেজে সে এলাকার নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করত। তার ভয়ে এলাকায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেত না।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রায়হানকে গ্রেফতার করা হয়েছে। সে সার্কেল এসপির নাম ভাঙ্গিয়ে এলাকায় চাঁদাবাজি করে। তার বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ