Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক নামফলকে হাফেজ্জী হুজুরসহ দুই বুজুর্গের নাম পুনঃস্থাপন করুন- ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকার দুটি সড়কের নামফলক থেকে হযরত হাফেজ্জী হুজুর (রহ:) ও মুফতী আমিমুল ইহছানের (রহ:) নাম মুছে দেয়ার তীব্র প্রতিবাদ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাও: আবদুল লতিফ নেজামী ও খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাও: মজিবুর রহমান হামিদী। নেতৃদ্বয় উল্লিখিত দুই বুজুর্গের নাম রাস্তার নামফলকে বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
ইসলামী ঐক্যজোট
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী হাফেজ্জী হুজুর (রহ.) ও মুফতি আমিমুল ইহছান (রহ) রোডের নাম তড়িগড়ি করে পরিবর্তনের সমালোচনা করে বলেছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পর্যায়ক্রমে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও প্রয়োজনে রিভিউ আবেদন করার দাবি জানান।
তিনি বৃহস্পতিবার বাদ আসর পুরানা পল্টনস্থ মাওলানা আতহার আলী (রহ.) মিলনায়তনে নেজামে ইসলাম পার্টির নিয়মিত সাপ্তাহিক সভার বক্তৃতায় এসব কথা বলেন। সাংগঠনিক সম্পাদক মাওলানা একেএম আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সর্বমাওলানা নুরুজ্জামান ও মাহমুদ হাছানসহ আরো অনেকে।
মাওলানা নেজামী আরো বলেন, হাফেজ্জ হুজুর (রহ.) ও মুফতি আমিমুল ইহছান (রহ.) উভয়েই দেশবরেণ্য আলেম এবং আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। হাফেজ্জী হুজুর (রহ.) লালবাগ জামেয়া কোরআনিয়া আরাবিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং জীবন সায়াহ্নে রাজনীতিতে অংশগ্রহণ করে উলামা-মাশায়েখদের রাজনীতিতে অবতীর্ণ হওয়ার পথ প্রশস্ত করা ছাড়াও প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। মুফতি আমিমুল ইহছান (রহ) মাদ্রাসা-ই-আলিয়া-ঢাকা-এর হেড মাওলানা ছিলেন। তিনি আজীবন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব ছিলেন। তিনি তারিখে ইসলাম (ইসলামের ইতিহাস)সহ বহুগ্রন্থেরও প্রণেতা ছিলেন।
নেজামী বলেন, ইসলামী জগতের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তদানীন্তন ঢাকা সিটি করপোরেশন প্রখ্যাত আলেমদ্বয়ের নামে রাজধানী ঢাকার দুটি সড়কের নামকরণ করে স্বইচ্ছায়। তিনি দুটি সড়কে দেশের প্রসিদ্ধ আলেমের নাম পুনঃস্থাপনের দাবি জানান।
খেলাফত মজলিস
মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর নাম রাস্তার নামফলক থেকে মুছে দেয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাও. মুজিবুর রহমান হামিদী বলেছেন, হাফেজ্জী হুজুরের নাম মুছে দেয়া এবং হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন করা একই সূত্রে গাথা। একটি কুচক্রী মহল দেশকে নাস্তিকায়ন করার জন্যই বিভিন্ন রাস্তার নামফলক থেকেও আলেমদের নাম মুছে দেয়ার চক্রান্ত স্থাপন করছে। এটা মূলত ইসলাম ও উলামায়ে কেরামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র ও চক্রান্ত। তিনি অবিলম্বে হাফেজ্জী হুজুরের নামে সড়ক বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা আহ্বায়ক হাফেজ মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আল আমিন খান, হাফেজ মাওলানা ওলিউল্লাহ, মুফতি জিয়াউদ্দিন ও মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ