Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে চালকের যাবজ্জীবনের প্রতিবাদে সড়ক অবরোধ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে বাস-মিনিবাস ও সড়ক পরিবহন ইউনিয়নের শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে মানিকগঞ্জের একটি আদালত যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করার প্রতিবাদে ঝিনাইদহের শ্রমিকরা এই কর্মসূচি পালন করে। এ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী জেলা প্রধান টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় রাস্তার উভয় পাশে আটকা পড়ে কয়েকশ’ যানবাহন। ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন- সড়ক পরিবহনের সভাপতি দাউদ হোসেন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ, একরামুল হক লিকু ও সাঈদ। বক্তারা অবিলম্বে দন্ডপ্রাপ্ত চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করে। এ কর্মসূচিতে দু’শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ