Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আগুনে পুড়ে ছাই হল সাইফুলের শরীর ও দোকান

সাহায্যে আবেদন

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

লোহাগাড়া উপজেলা সংবাদদাতা : সাইফুল ইসলাম (২৮), পিতা-অলি আহমদ। চট্টগ্রামের বাড়ি লোহাগাড়া সদরের পুরাতন থানা গেইট এলাকায়। বাড়ির পাশেই লোহাগাড়া ইউনিয়ন পরিষদের সামনে একটি মুদি দোকান করতেন। দোকানেই রাত কাটাতেন। ২ বছর আগে প্রতিরাতের মতো সে দোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে ছিলেন।
গভীর রাতে দোকানের বাইরে কে বা কারা তালা লাগিয়ে দিয়ে গ্রিলের ফাক দিয়ে বাহির থেকে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় দোকানে। এতে দোকানের মালামালসহ তার শরীরের বেশিরভাগই পুড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসায় ভাল হয়ে উঠলেও পোড়া শরীরের হাত দুটি পুড়ে কুচকে যায়। এখন দুটি হাতই অকেজো।
ডাক্তার জানিয়েছেন, হাত দুটি অপরাশেন করে ভাল করা যাবে। এতে ৫-৬ লক্ষ টাকা খরচ হবে। ছোট ৩ ভাই ও ২ বোনের সংসার চলে দিনমজুর বাবার উপার্জন দিয়ে। তাই এত টাকা দিয়ে অপারেশন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সে সামর্থবানদের সহায়তা চায়। সহায়তা পাঠাতে চাইলে চেমন খাতুন, ইসলামী ব্যাংক একাউন্ট নং-১৬০২২, লোহাগাড়া শাখা,চট্টগ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ