বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন বাংলাদেশ এখন দুর্ভিক্ষের দেশ নয়, এই দেশ এখন খাদ্য রপ্তানীর দেশ। বিএনপি উপহার দিয়েছে চুরি ডাকাতি রাহাজানি আর সন্ত্রাস। ২০০১ এর নির্বাচনের পর বিএনপি মীরসরাইতে সুনীল সাধু, রেবতী মোহন জলদাসসহ ২৯ জনকে হত্যা করেছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর ফিরিয়ে এনেছি শান্তি। তিনি দেশের জনতাকে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মিরসরাইয়ের জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশের এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক এর বক্তব্যে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক পিপিএম বলেন যারা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক পরিণতিতে নিয়ে যায় তাদের থেকে সচেতন থাকুন। জঙ্গিবাদ এবং মাদক রুখতে কমিউনিটি পুলিশকে সহযোগিতা করুন। গ্রামেগঞ্জে যে কোন সমস্যা কমিউনিটি পুলিশের মাধ্যমে সহজ সমাধান সম্ভব। তিনি জনতাই পুলিশ, পুলিশই জনতা এই স্লোগান এর মূলমন্ত্র ধারণ করে দেশের সকল নাগরিককে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। তিনি দেশের প্রতিটি থানা থেকে দালাল দুর করার জন্য কমিউনিটি পুলিশকে সহযোগিতা করার ও উদাত্ত আহ্বান জানান।
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা এর সভাপতিত্বে, আবৃত্তি শিল্পী জাভেদ হোসেন ও অনিন্দিতা দত্ত এর সঞ্চালনায় উক্ত মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামছুল আরেফিন, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ শফিকুল ইসলাম বিপিএম, পুলিশ কমিশনার ইকবাল বাহার, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, রাউজানের উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী, সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভপতি শেখ আতাউর রহমান, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, মীরসরাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহিন কাকলী, বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, আফছার চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।