পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
‘বিশ্বজুড়ে মাতৃভাষা’ এ স্লোগানকে সামনে রেখে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল দেয়াল পত্রিকা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মোমবাতি প্রজ্বালন, ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার ও এনএসইউ ক্যাম্পাস শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ। কর্মসূচিতে দেশি-বিদেশি শিক্ষার্থী-শিক্ষকসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রধান বক্তা ছিলেন ভাষা সৈনিক আহমেদ রফিক এবং অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, এনএসইউ ট্রাস্ট্রি বোর্ডের সদস্য মো. শাহজাহান। যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার ও আমেরিকার সেন্টারের ডাইরেক্টর এনন বারোস ম্যাককনেল, নেপাল দূতাবাসের উপরাষ্ট্রদূত ধন বাহাদুর অলী ও ভুটানের রাষ্ট্রদূত এ আয়োজনে অংশ নেন। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম সভাপতিত্ব করেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।