Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লারার দেড় যুগ পর নর্থইস্ট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০০ এএম

২০০৪ সালে সর্বশেষ ৪০০ রানের ইনিংস দেখেছিল ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কোয়াড্রাপল সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা। ৭৭৮ বলে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই মহারথী। লারার ওই কীর্তির আগে আরও নয়বার ৪০০ বা তার বেশি রানের ইনিংস দেখেছিল ক্রিকেট, তবে তার সবগুলোই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে। ইংল্যান্ডের বিপক্ষে লারার সেই অপরাজিত চারশ’র পর ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ধরনের ক্রিকেটেই আর এই মাইলফলক ছুঁতে পারেননি কেউ। গতকাল কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু’তে গ্লামরগান-লেস্টারশায়ার ম্যাচে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন স্যাম নর্থইস্ট। লেস্টারশায়ার বোলারদের ছাতু বানিয়ে ‘মাত্র’ ৪৪৭ বলে কোয়াড্রাপল সেঞ্চুরি করেছেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। নাম লেখালেন এমন এক তালিকায়, যেখানে লারার ছাড়াও আছেন ডন ব্র্যাডম্যান, হানিফ মোহাম্মদের মতো কিংবদন্তিরা। ৪৫০ বল থেকে ৪১০ রান নিয়ে অপরাজিত রয়েছেন নর্থইস্ট। কাউন্টি ক্রিকেটে পরিচিত মুখ হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার। এখন পর্যন্ত ১৯১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নর্থইস্টের রানসংখ্যা ১১ হাজার ৫৫৬, আজকের ইনিংসের আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল ১৯১ রানের। লিস্ট-এ এবং টি-টোয়েন্টিতেও শতাধিক ম্যাচ খেলেছেন নর্থইস্ট। কাউন্টি চ্যাম্পিয়নশিপে লেস্টারশায়ারের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলছে গ্লামরগান। লেস্টার টস জিতে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৮৪ রান করেছিল। সেই রান টপকাতে নেমে নর্থইস্টের মহাকাব্যিক ইনিংসে চড়ে তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ৫ উইকেটে ৭৯৫ রান তুলেছে গ্লামরগান, লিড ২১১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লারার দেড় যুগ পর নর্থইস্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ