Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন তজুমদ্দিন উপজেলায় শাখার বার্ষিক সম্মেলনের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি শাওন

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : মাদরাসা শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক পেশাজীবী সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন তজুমদ্দিন উপজেলা বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়। গতকাল চাঁদপুর ফাযিল মাদরাসার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে জমিয়াতুল মোদার্রেছীন তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. মো. ছালাহউদ্দিনের সভাপতিত্বে জমিয়াতুল মোদার্রেছীন তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. মো. কামাল মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি ভোলা ৩ আসনের সাংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, তজুমদ্দিনকে মেঘনার কড়াল গ্রাস থেকে রক্ষাকল্পে ৪৫০ কোটি টাকার ব্লক উদ্বোধন করা হয়েছে।
আ’লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবারই মাদরাস মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। এ ছাড়া আ’লীগ সরকারই মাদরাসা শিক্ষা বোর্ড ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমার জায়গা দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু মদের লাইন্সেস বাতিল করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য বিএনপি সরকার ক্ষমতায় এসে মদের লাইন্সেস দিয়েছিলেন। আ’লীগ প্রতি হিংসার রাজনীতি করে না।
আ’লীগ উন্নয়নে বিশ্বাসী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদ উল্যাহ জসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, তজুমদ্দিন উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, জেলা পরিষদ সদস্য ওবাদ উল্যাহ নাসিম হাং, জমিয়াতুল মোদার্রেছীন যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. মো. হাবিবুর রহমান হারুন, জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা সভাপতি অধ্যক্ষ মাও. আব্দুল খালেক, ভোলা জেলা সাধারণ সম্পাদক ও জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও মাদরাসা শিক্ষা বোর্ডের ডিসিপ্লিন কমিটির সম্মানিত সদস্য উপাধ্যক্ষ আলহাজ মাও. মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, সাংগঠনিক সম্পাদক মাও. মো. হোসেন, জেলা অর্থ সম্পাদক অধ্যক্ষ মাও. আবদুল লতিফ, লালমোহন উপজেলা শাখার সভাপতি মাও. মো. ইয়াছিন, ভোলা সদর উপজেলা সাধারণ সম্পাদক মাও. মো. হারুন, বিশেষ অতিথির বক্তৃতায় ভোলা জেলা সম্পাদক উপাধ্যক্ষ আলহাজ মাও. মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ধর্মমন্ত্রী আলহাজ মাওলানা এম এ মান্নানকে স্মরণ করে বলেন তিনি ছিলেন এ দেশের আলেম ওলামা পীর-মাশায়েখ ও মাদরাসা শিক্ষকদের অভিসংবাদিত নেতা। বর্তমানে তার সুযোগ্য সন্তান দৈনিক ইনকিলাব সম্পাদক বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন এর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমাদের সুযোগ্য মহাসচিব আলহাজ অধ্যক্ষ মাও. মো. সাব্বির আহাম্মেদ মোমতাজীর সাংগঠনিক দক্ষতার কারণে আজ আমাদের অনেক দাবি পুরন হয়েছে আগামী দিনগুলোতে অনেক দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আমরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাকে এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত মাদরাসাকে এমপিও ভুক্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি সকল বেসরকারি মাদরাসার শিক্ষকদের চাকরি জাতীয় করনের জন্য সরকারের নিকট জোড় দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ