বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা : চলতি বছরের এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করলে বখাটেদের হামলায় ঐ ছাত্রীর ৫ সহপাঠী এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ মাঠে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মস্তফাপুরের নাজমুল মোল্লার বাসায় সোমবার বিকেলে তার সহপাঠী কয়েকজন আগামীদিনের পরীক্ষার কিছু নোট নিতে আসে। সহপাঠীদের মধ্যে একজন ছাত্রীও ছিল। কাছ শেষে নাজমুল মোল্লা, রিয়াদ শিকদার, নাঈম হাওলাদার, রাশিদুল, শাওন খান ও ছাত্রী সহপাঠীসহ বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের মাঠ দিয়ে ফিরে যাচ্ছিল। এ সময় মাঠে বসে থাকা বাদল বেপারী (মস্তফাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী), সাদ্দাম (নসিমন চালক) আরও কয়েকজন বখাটে মেয়েটিকে নিয়ে বাজে মন্তব্য করে এবং মোবাইলে ছবি তোলে। সহপাঠীরা এর প্রতিবাদ করলে বখাটেরা তাদের উপর হামলা করে। এতে মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫ এসএসসি পরীক্ষার্থী আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।