পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : এইচএসবিসি ব্যাংকের মুনাফা কমেছে ২০১৬ সালে। আগের বছরের চেয়ে যা ৬২ শতাংশ কম। করসহ মুনাফা সাতশ’ ১০ কোটি ডলার। মুনাফা কমার ঘোষণার পরপরই হংকংয়ের পুঁজিবাজারে ব্যাংকটির শেয়ারের দর কমেছে সাড়ে তিন শতাংশ। এর আগে এক হাজার চারশ›’ ৪০ কোটি ডলার মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকেরা। ২০১৫ সালে ব্যাংকটির মুনাফা ছিল এক হাজার আটশ’ ৯০ কোটি ডলার।
মুনাফা কমার কারণ হিসেবে ব্যাংকটির একের পর এক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে। তবে অস্থিতিশীল আর্থিক অবস্থায় ব্যাংকের অর্জন মোটামুটি সন্তোষজনক বলে দাবি তাদের। এর আগে এইচএসবিসির ইউরোপীয় প্রধান কার্যালয় লন্ডনে রাখার কথা থাকলেও মুনাফা কমার খবরে তা প্যারিসে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।