নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : কোমরের পেশিতে ব্যথা অনুভব করে নিজেই হায়দারাবাদ টেস্টের দলে থাকতে চাননি মুস্তাফিজুর রহমান। লম্বা স্পেলে বল করা নিয়ে সন্দিহান থাকায় বাঁহাতি কাটার মাস্টারকে বাইরে রেখেই হায়দারাবাদ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল নির্বাচকমন্ডলী। বিসিএলের সর্বশেষ ২ রাউন্ডে লম্বা স্পেলে মুস্তাফিজুরের বোলিং সক্ষমতা দেখে শ্রীঙ্ককা সফরের টেস্ট স্কোয়াডে ফিরিয়ে এনেছেন নির্বাচক কমিটি। শুধু মুস্তাফিজুরই নন, নিউজিল্যান্ড সফরে ৩ ম্যাচের টি-২০ সিরিজে সর্বাধিক ৭ উইকেট পেয়েও পেস বোলার রুবেল হোসেন বিবেচ্য হননি হায়দারাবাদ টেস্টে। হায়দারাবাদ টেস্টে উপেক্ষিত এই পেসারও ফিরেছেন শ্রীঙ্ককা সফরের টেস্ট স্কোয়াডে। বিসিএলের সর্বশেষ ২ রাউন্ডে ১০ উইকেট এবং ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোনের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে (৫/২২) টেস্ট স্কোয়াডে ফিরলেন রুবেল হোসেন। এই দুই পেস বোলার টেস্ট দলে ফিরলেও ইনজুরি কাটিয়ে নুতন রোগ ধরা পড়ায় শফিউল পড়েছেন টেস্ট দল থেকে বাদ। অন্যদিকে হায়দারাবাদ টেস্ট পূর্ব ২ দিনের বিবেচ্য। গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে শ্রীলঙ্কা সফরের ২ টেস্ট সিরিজের দল। ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে ৫ পেসার !
ক’দিন আগে মিডিয়াকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, মুস্তাফিজ তিন ফরমেটের ক্রিকেটের জন্য ফিট। মুস্তাফিজুরের ফিটনেস উন্নতি দেখে এই বাঁহাতি কাটার মাস্টারকে নিয়ে দারুণ সম্ভাবনা দেখছেন বলে জানিয়েছেন গতকাল সংবাদ সম্মেলনে ‘আগের চেয়ে এখন যথেষ্ট উন্নতি করেছে। যার কারণে আমরা বিসিএলে ওকে পর পর দুটি ম্যাচ খেলিয়েছি। দুটি ম্যাচে আটদিন খেলার পর ওর অবস্থা কি হয় সেটা দেখাই ছিল উদ্দেশে। প্রথম ম্যাচে থেকে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিন থেকে তার উন্নতি ছিল লক্ষণীয়। বোলিংও অনেক ভালো করেছে। আমার মনে হয়েছে তিন ফরম্যাট খেলতে মুস্তাফিজের কোনো অসুবিধা হবে না।’
শফিউলের পরিবর্তে রুবেল হোসেনকে টেস্ট দলে নেয়ার ব্যাখ্যা দিয়েছেন তিনি ‘শফিউল হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচ খেলার পর একটু পাকস্থলীর পেশিতে সমস্যা হয়েছে! আমাদের কাছে যে রিপোর্ট এসেছে, তাতে মনে হচ্ছে এটা হার্নিয়ার সমস্যাও হতে পারে। ওখানে ওর টেস্ট করা হয়েছে। আমরা ওর ফিটনেস নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নই। রুবেল বিসিএলে পরপর তিনটি ম্যাচ খেলেছে। সেখানে ভালো বোলিং করেছে। বিশেষ করে আগের রাউন্ডে অসাধারণ বোলিং করেছে। টেস্ট ক্রিকেটকে ভালো কিছু দেয়ার সামর্থ আছে ওর।’
ইমরুল কায়েসের টেস্ট দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা এখনো আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ‘ ফিটনেসের জন্য ওকে আমরা বিসিএলে আরো দুটি রাউন্ড দেখব। ৪ মার্চ ফিটনেস টেস্ট দিতে হবে ওকে। যদি ফিটনেস পরীক্ষায় ভাল করে, তাহলে শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টের জন্য তাকে আমরা তাকে দলে অন্তর্ভুক্ত করব। সেক্ষেত্রে স্কোয়াডটা দাঁড়াবে ১৭ জনের। তাছাড়া ইমরুল কায়েস এই সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও বিবেচনায় আছে।’
বিসিএলে ডাবল সেঞ্চুরি দেখে লিটন দাসকে হায়দাবাদ টেস্ট স্কোয়াডে নেয়া হয়েছিল মূলত: ব্যাকআপ ওপেনার বিবেচনায়। শ্রীলঙ্কা সফরেও একই বিবেচনায় টেস্ট স্কোয়াডে বিবেচ্য হয়েছেন লিটন দাস। তবে মুশফিকুর কিপিংগøাভস খুলে টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ করলে সে ক্ষেত্রে লিটন দাসের হাতে কিপিং গøাভস তুলে দেয়ার সম্ভবনা আছে বলেই লিটন দাসকে করা হয়েছে টেস্ট দলে বিবেচনা, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক ‘ লিটনকে ব্যাকআপ ওপেনার হিসেবে নেয়া হয়েছে। যদি উইকেট কিপিং নিয়ে প্রশ্ন হয় তাহলে সোহান অনেক ভালো উইকেট কিপার। কিন্তু যদি ব্যাটিং বিষয়টি সামনে আনেন সেক্ষেত্রে এগিয়ে লিটন। সেক্ষেত্রে অবশ্যই লিটনকে আমরা ভালো ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভুক্ত করেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিটন ইনজুরিতে পড়ার আগে দ্বিতীয় উইকেট কিপার হিসেবেই টেস্ট দলে ছিল। লিটনের কিপিংয়ের ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। এজন্যই তাকে আমরা সুযোগ দিয়েছি। আমরা যেখানেই যাই একজন সেকেন্ড উইকেট কিপার সঙ্গে নিয়ে যাই। মুশফিক আমাদের নাম্বার ওয়ান উইকেট কিপার। আমার মনে হয় তিনটি পজিশনের কোনোটিতেই মুশফিকের অসুবিধা নেই। এখন নিজে থেকে যদি মুশফিক কিছু না বলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই।’
শ্রীলঙ্কার গল এবং পি.সারার উইকেটের বৈশিষ্ট্য নিয়ে সন্দিহান থাকায় ১৬ জনের টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে ৫ পেসার, এমনটাই জানিয়েছেন নান্নু ‘শ্রীলঙ্কার গল-এ ঘাসের উইকেট থাকতে পারে। ওরা স্পোর্টিং ট্রাক দিলে হয়তোবা তিন সিমার নিয়ে খেলতে হতে পারে। নিউজিল্যান্ডের সাথে গলে শ্রীলঙ্কার সর্বশেষ টেস্টে পেস বোলার সাউদি ৮ উইকেট নিয়েছে। এই বিষয়টিও মাথায় রাখতে হয়েছে। গলে কিন্তু স্পিনের উপর তার সব সময় নির্ভর করে না। পি সারাতে টার্নিং উইকেট হয়, এটাই জানি। পাঁচজন পেসার নেয়ার একটা যুক্তি আছে। আমাদের দুইদিনের একটা প্রস্তুতি ম্যাচও আছে।’
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট দল
মুশফিকুর রহিম, তামীম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউলাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শুভাশীষ রায় চৌধুরী ও রুবেল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।