প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক কামরুল হাসান দর্পণের একটি গল্পগ্রন্থ। গল্পগ্রন্থটির নাম ‘জলপর্দা’। ১৩টি ভিন্ন ধারার গল্প নিয়ে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। নান্দনিক প্রচ্ছদ করেছেন মিজান চৌধুরী। জলপর্দা রচিত হয়েছে প্রেম, ভালোবাসা, মানবিকতা মানুষের যে সহজাত বৈশিষ্ট্য তা নিয়ে। চরিত্রভেদে মানুষের মনে এসবের অবস্থানও ভিন্নরূপ হয়ে থাকে। প্রকাশও ঘটে একেক রূপে। ব্যক্ত-অব্যক্ত প্রকাশের মধ্যে যে পার্থক্য, তার মাঝেও অনেক মানুষের বসবাস। নিশ্চল, নিরুদ্বিগ্ন কিংবা প্রতিক্রিয়াহীন। গ্রন্থিত গল্পগুলোতে মানুষের বৈচিত্র্যগত বৈশিষ্ট্য প্রকাশ করার চেষ্টা করেছেন লেখক। প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া, ঘটিতব্য ঘটনার আভাস, বাস্তবতার মধ্যে থেকেই উঠে এসেছে। এর সাথে পাঠকের মন ও মননের মিল-অমিলের বিষয় থাকা বিচিত্র কিছু নয়। লেখক তার নিজস্ব ভঙ্গিমায় পাঠকের মনের দিকেই গল্পগুলো ছুঁড়ে দিয়েছেন। সহজ ও সাবলীল ভাষায় রচিত ‘জলপর্দা’ পাঠককে এক ভিন্ন জগত ও তার পরিবেশ-পরিস্থিতির মধ্য দিয়ে বিচরণ করার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। পাঠক যেমন আনন্দ পাবেন, তেমনি রস আস্বাদন করতে পারবেন। গ্রন্থ দুটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলায়। মিজান পাবলিসার্স। স্টল নং ৩৯০, ৩৯১ ও ৩৯২।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।