Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশে ফেব্রুয়ারির আয়োজন

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বিশেষ আয়োজনে অনুষ্ঠানমালা সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন। সকাল ৯টায় থাকছে প্রামাণ্যচিত্র ‘স্মৃতির মিনার’। সকাল ১০টায় থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলোর মিছিল’। দুপুর ১টায় প্রচারিত হবে আবৃত্তি অনুষ্ঠান ‘আমাদের একুশ’। তুহিন হোসেনের পরিচালনায় নাটক ‘অবরোধ’ প্রচারিত হবে বিকাল ৩টায়। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, স্পর্শিয়া প্রমুখ। বিকাল ৪টায় থাকছে প্রামাণ্যচিত্র ‘মাতৃভাষা’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নড়াইল থেকে সরাসরি স¤প্রচার হবে দীপশিখা প্রজ্বালন অনুষ্ঠান ‘একুশের দ্বীপ জ্বেলে’। এ অনুষ্ঠানে এক লক্ষ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রয়েছে নাটক ‘শেকড়’। শামীম আহমেদ রনির পরিচালনায় এতে অভিনয় করেছেন মাজনুন মিজান, দীপা খন্দকার, মামুনুর রশীদ, গাজী রাকায়েত, রোকেয়া প্রাচী প্রমুখ। রাত ৯টায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘মোদের গরব মোদের ভাষা’। সংগীতানুষ্ঠান ‘আমি বাংলায় গান গাই’ থাকছে রাত ১১টায়। এতে গান পরিবেশন করবেন এ প্রজন্মের সংগীতশিল্পী অপু, আব-ই জান্নাত ও মিতু রাণী কর্মকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একুশে

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২২
২৭ ফেব্রুয়ারি, ২০২২
২৫ ফেব্রুয়ারি, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ