Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার বিরোধী বক্তব্য দেয়ায় ওয়াজ মাহফিল থেকে আটক ২

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে ওয়াজ মাহফিলে সরকার বিরোধী বক্তব্য দেওয়ায় ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন গোদাগাড়ী মডেল থানার পুলিশ। এ ঘটনায় মাহফিলের প্রধান বক্তা পলাতক রয়েছে। প্রধান বক্তা শায়খ ইমান হাসান নাসারী ও বাসুদেবপুর ইউনিয়নের মরহুম আঃ হান্নানের পুত্র আব্দুর বারিক (৩২) কে আসামী করে মামলাও দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন, পাহাড়পুর নামাজ গ্রামের ৯নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারী খালেদুল (৩০) ও একই গ্রামের আল মাহামুদ মন্ডলের ছেলে ও মাহফিল কমিটির সভাপতি খইবুর রহমান লিটন (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বাসুদেবপুর ইউনিয়নের পাহাড়পুর নামাজগ্রাম ঈদগাহ্ মাঠে মাহফিল চলছিল। প্রধান বক্তা খুলনা আলিয়া মাদ্রাসার শিক্ষক শায়খ ইমান হাসান নাসারী তার বক্তব্যের এক পর্যায়ে সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই সরকার ইসলাম বিরোধী। দাড়ি ও টুপিওয়ালা লোকদের রাখবে না। ইসলামী পরিচয় হল দাড়ি ও টুপি। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে জিহাদে অংশগ্রহণ করে ইসলাম কায়েম করতে হবে। রাতে এমন বক্তব্যের সংবাদ শুনে গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি ঘটনাস্থলে গেলে প্রধান বক্তা শায়খ ইমান হাসান নাসারী দ্রুত মঞ্চ থেকে পালিয়ে যায়। কমিটির নিকট প্রধানবক্তা কোথায় আছে তা জানতে চাইলে বলতে অস্বীকার করে। পরে কমিটি সভাপতি খাইবুর রহমান (লিটন) ও স্থানীয় ৯নং ওয়ার্ড সদস্য যুবলীগ নেতা খালেদুলকে আটক করে। ঘটনাস্থল হতে প্রধান বক্তা শায়খ ইমান হাসান নাসারী ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে। গোদাগাড়ী মডেল থানা ওসি হিপজুর আলম মুন্সী বলেন, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস ও জঙ্গী অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ