Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বোচাগঞ্জে দেড় কোটি টাকার কষ্টিপাথরের ৩টি মূর্তিসহ গ্রেফতার ৪

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ এর একটি দল সফল অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে। সিপিসি-১ র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের এ,এস,পি খন্দকার গোলাম মর্ত্তুজার নেতৃত্বে গত ১৮ ফেব্রæয়ারী শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার ভরলা গ্রামের মৃত আব্দুল শুকুরের পুত্র জহুরুল ইসলামের বাড়ীর ঘরের ভেতরে চটের বস্তা থেকে মূর্তি ৩টি উদ্ধার করে। র‌্যাবের দলটি গ্রাহক সেজে অভিযান কালে জহুরুল ইসলাম (৬৭)সহ অপর ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল রতনদা গ্রামের ভোলা চন্দ্র দাসের পুত্র বাবুল চন্দ্র দাস (৪৭) ও তার পুত্র কান্ত চন্দ্র দাস (২৭) ও গোপালপুর গ্রামের মৃত শকুর মোহাম্মদের পুত্র নজরুল ইসলাম (৩৬)। উদ্ধারকৃত মূর্তি ৩টির মধ্যে কষ্টি পাথরের বিষ্ণু ও লক্ষী মূর্তি ২টি যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা ও অপর একটি লক্ষী মূর্তি যার মূল্য ৫ লাখ টাকা। এব্যাপারে র‌্যাবের ডিএডি একরামুল হক বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি মামলা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ