Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলমানের দেশে সুপ্রিমকোর্টের সামনে মূর্তি থাকতে পারে না

কক্সবাজারে ইসলামী মহাসম্মেলনে বক্তারা

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : মুসলমানের দেশে সুপ্রিমকোর্টের সামনে কোরআনের প্রতিকৃতি থাকতে পারে, মূর্তি থাকতে পাওে না। সর্বোচ্চ আদালতাঙ্গনের সামনে মূর্তি স্থাপনের প্রচেষ্টা রুখে দিতে দ্বীনদার ঈমানদার সকলকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে বক্তারা এ কথা বলেন।
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ভারতের দেওবন্দ দারুল উলুম যাকারিয়া মাদ্রাসার শায়খুল হাদীস, বহু কিতাব রচয়িতা আল্লামা মুফতি শাকিল আহমদ। তিনি বলেন, ইংরেজরা বহুকাল থেকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। এখনো তাদের সেই অপচেষ্টা অব্যাহত রয়েছে। যুবক-যুবতীদের নির্লজ্জ ও ঈমানহারা করার জন্য তারা নানামুখী ষড়যন্ত্রের জাল বিস্তৃত করে রেখেছে। ফলে সমাজে অশ্লীলতা বেড়ে চলেছে। সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। দাম্পত্য জীবনে কলহ তৈরি করছে। এখান থেকে উত্তরণের জন্য মহানবী (সা.)-এর আদর্শের ছায়াতলে আশ্রয় নিতে হবে। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর নির্যাতন চলছে। এই নির্যাতন প্রতিরোধে বিশ্বব্যাপী মুসলিম ঐক্যকে সুদৃঢ় করার জন্য আলেম ওলামা ও মুসলিম শাসকদের প্রতি আহ্বান জানান তিনি।
ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার আয়োজনে গত শনিবার বেলা ২টা থেকে দুইদিনব্যাপী মাহফিল শুরু হয়ে রবিবার রাতে শেষ হয়।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ-এর চেয়ারম্যান ও আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী, চট্টগ্রাম জামেয়া আরবিয়া জিরি’র মহাপরিচালক আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র সেক্রেটারি জেনারেল ও বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা মুফতি আরশাদ রহমানী, ঢাকা’র আল্লামা জুনাইদ আল হাবীব, আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী, আল্লামা খোরশেদ আলম কাসেমী।
সম্মেলনে বক্তারা বলেন, নামাজ বান্দা ও আল্লাহর মধ্যে ‘সেতুবন্ধন।’ আল্লাহ তা’য়ালার পবিত্র বিধান বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক জীবনে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে। তাই দেশ ও সমাজে শান্তি ফেরাতে নামাজভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দাওয়াতী কাজ করা মু’মিনদের কর্তব্য।
সম্মেলনে আলোচনা করেন, আল্লামা ছৈয়দ আলম আরমানী, মাওলানা কাজী আকতার হোসাইন, মাওলানা মুফতি সাঈদুল ইসলাম, মাওলানা নজিরুল ইসলাম, মাওলানা হাফেজ মুফতি রিদওয়ানুল কাদির, মাওলানা সরওয়ার আলম কুতুবী, মাওলানা ইমাম জাফর আলম প্রমুখ। পৃথক অধিবেশনে মাহফিল সঞ্চালনা করেন মাওলানা ক্বারী এরশাদ উল্লাহ, ক্বারী আতাউল্লাহ গনি ও হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। দেশের উন্নতি, মুসলিম জাতির সুখ-সমৃদ্ধি কামনায় মোনাজাতের মাধ্যমে দুই দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলন শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ