বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে পূর্বের বিরোধের জের ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারি এক পক্ষ অপর পক্ষকে দায়ী করে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।
তালোড়া পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান পিন্টুর দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্বের বিরোধের জের ধরে প্রতিপক্ষ আওয়ামীলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের কতিপয় নেতাকর্মী দলবদ্ধ ভাবে তার তালোড়া রেল ষ্টেশনস্থ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ছহীহ্ ট্রেডার্সে অনধিকার পূর্বক প্রবেশ করে। তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তার প্রতিষ্ঠানে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ভাংচুর করে। এ সময় হামলাকারীরা তার ক্যাশবাক্স থেকে প্রায় ২ লক্ষ টাকা, ল্যাপটপ ও আইফোন নিয়ে নির্বিঘ্নে চলে যায়। এ সংক্রান্তে সে নিজেই বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের নামে থানায় মামলা দায়ের করেছে। অপরদিকে তালোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি তছলিম উদ্দিন আকন্দের থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, সে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনের সময় কামরুজ্জামান পিন্টু তার সাথে উদ্দেশ্যে প্রণোদিতভাবে অসদাচরণ করে।
মাঝে মাঝে তাকে প্রাণনাশের হুমকিও দেয়। গত ১ ফেব্রুয়ারি কামরুজ্জামান পিন্টুর একজন সহযোগী তাকে তালোড়া রেল সড়কের পথ রোধ করে অতর্কিত ভাবে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে সে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত করে এবং তালোড়া পৌর ও ইউনিয়নের সকল নেতৃবৃন্দের সাথে আলোচনা করে গত ৪ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরী দায়ের করে। এতে কামরুজ্জামান পিন্টু ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৮ ফেব্রুয়ারি বুধবার এ বিষয়ে মীমাংসার কথা বলে আওয়ামীলীগ নেতা তছলিম উদ্দিন আকন্দকে কৌশলে কামরুজ্জমান পিন্টুর দোকান ঘরে নিয়ে গিয়ে গালিগালাজ ও মারপিট করে। এ সময় তার পাঞ্জাবির পকেট থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং থানায় দায়েরকৃত জিডি তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।