Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালোড়ায় লিজকৃত রেলের জায়গা নিয়ে হামলা পাল্টা হামলায় মহিলাসহ আহত ৫

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার মেঘা গ্রামে রেলের লিজকৃত জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধের জের ধরে বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও পাল্টা হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। এ সংক্রান্তে থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার তালোড়ার মেঘা গ্রামের মৃত দিরাজ আলীর পুত্র আয়েত আলী প্রামাণিক দীর্ঘদিন গ্রাম সংলগ্ন রেলের জমি লিজ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। লিজকৃত তার দখলীয় জায়গা নিয়ে একই গ্রামের মৃত জাহের আলীর পুত্র সুলতান মাহমুদ রতন (৪০)-এর সাথে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার দিন গত সোমবার সকালে প্রতিপক্ষরা জোরপূর্বক জায়গা দখল করতে আসে। এ সময় বাধা দিতে গিয়ে তাদের মারপিটে আয়েত আলীর স্ত্রী রহিমা বিবি (৫৫), তার পুত্র এবাদ আলী (৩৮), তইবালী (৩৬), তইবালীর পুত্র নবিউল ইসলাম হানজেল (১৬) ও এবাদ আলীর পুত্র পারভেজ (২০) আহত হয়। তাদেরকে দুপচাঁচিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ওই দিনই আয়েত আলী প্রামানিক নিজেই বাদী হয়ে সুলতান মাহমুদ রতনকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলার বিষয়টি প্রতিপক্ষরা জানতে পেরে গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় প্রতিপক্ষরা আবার আয়েত আলীর বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা বাড়ির জানালা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে এবং চাতালের গদি ঘরে হামলা করে ৫০ হাজার টাকা এবং গুদামঘরে রক্ষিত ৬৫ বস্তা চাল নিয়ে যায়। গত বৃহস্পতিবার আয়েত আলী প্রামানিক নিজেই আবারো থানায় অভিযোগ দায়ের করেছে। এদিকে গত বুধবার সুলতান মাহমুদ রতনের বাড়িতে প্রতিপক্ষ হামলা চালিয়ে বাড়ির দরজা, জানালা, বৈদ্যুতিক মিটার, বাইরে রক্ষিত পাওয়ার টিলার ভাঙচুরসহ বাড়ির বাহিরে লাগানো গাছগুলো বিনষ্ট করে। এ সংক্রান্তে তার স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে আয়েত আলীকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় পৃথক মামলা করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মামলা দুইটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, পাল্টাপাল্টি মামলা দুইটি তদন্ত চলছে। সেই সাথে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালোড়ায় লিজকৃত রেলের জায়গা নিয়ে হামলা পাল্টা হামলায় মহিলাসহ আহত ৫
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ