Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে বাড়ি দখল ও বসতঘর ভাঙচুরকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও তার মা-সহ ৫ জন আটক

১০ লাখ টাকা চাদার দাবিতে ভোররাতে ছাত্রলীগ নেতার তান্ডবে নারীসহ আহত ৭

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেলের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত ৩০/৪০ জনের একটি দল রোববার ভোররাত ৪টার দিকে রাজাপুর ডিগ্রি কলেজ সংলগ্ন পশ্চিম পাশের এলাকার ফারুক সিকদারের বাড়ি দখল ও বসতঘর ভাঙচুরকালে পুলিশের হাতে ছাত্রলীগ সভাপতি ও তার মা হোসেনেয়ারা বেগমসহ ৫ আটক হওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, ১০ লাখ টাকা চাদার দাঁবিতে ছাত্রলীগ সভাপতি রুবেল তার ভাড়াটিয়া দলবল নিয়ে ওই বাড়িতে এ হামলা, লুটতরাজ ও ভাঙচুর চালায়। হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে নারীসহ ৭ জনকে আহত করেছে বলে অভিযোগ আহতদের।
এ ঘটনায় রোববার দুপুরে ফারুকের ভাই এসএম হুমায়ুন কবির বাদি হয়ে রাজাপুর থানায় মামালা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আহতরা হল-ফারুক সিকদারের স্ত্রী গৃহকর্তী সাহেরা বেগম (৪৬), ফারুকের ভাই মান্নান হোসেন (৩৮), মান্নানের স্ত্রী কবিতা বেগম (২৭), ফারুকের আত্মীয় উপজেলার চারাখালি গ্রামের মৃত আফসার মোড়লের স্ত্রী সালেহা বেগম (৬৫), হুমায়ুন ফরাজির স্ত্রী তাসলিমা বেগম (৩০), মৃত খলিলুর রহমানের স্ত্রী আম্বিয়া বেগম (৭০) ও পুটিয়াখালি গ্রামের আবু জাফরের স্ত্রী শারমিন বেগম (৩০)। আহতরা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়। আটকৃতরা হল-ডিগ্রি কলেজ এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেল (২৮), রুবেলের মা হোসনেয়ারা বেগম (৪৫), মনোহরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু সালেহ হাওলাদার (২৩), জামাল খালিফার স্ত্রী শারমিন বেগম (২৬), দক্ষিণ তারাবুনিয়া গ্রামের বাবুল সিবদারের ছেলে নজরুল ইসলাম (২৬)। ক্ষতিগ্রস্ত ফারুকের স্ত্রী চিকিৎসাধীন সাহেরা বেগম অভিযোগ করে জানান, ডিগ্রি কলেজের পশ্চিম পাশের এলাকার খালেক ও হাতেম মেম্বরের কাছ থেকে ২০/২৫ বছর আগে ২১ শতাংশ জমি ক্রয় করে ঘর উত্তোলন এবং গাছপালা রোপন করে ভোগদখল করে আসছিলো। সম্প্রতি ওই জমিতে নতুন করে সংস্কার করে ঘর উত্তোলন কাজ শুরু করলে প্রতিপক্ষ তোফাজ্জেল ও তার ছেলে ছাত্রলীগ সভাপতি রুবেলসহ তাদের লোকজন ভুয়া একটি কাগজ দেখিয়ে ওই জমি তাদের দাবি করে ঘর উত্তোলনে বাধা দেয় এবং ঘর উত্তোলনে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবি করে আসছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজাপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ