Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে দু’টি দোকানে আগুন, লাখ টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বন্দরে সেলিম সুপার মার্কেটের অগ্নিকান্ডে ২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
রোববার ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিত্য গোপাল সরকার জানান, জিয়াউর রহমান জিয়ার ফুলকুলি কসমেটিক্সের দোকান ও তার বাসা একসাথে হওয়াতে তাদের রান্না ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই আগুনে ১টি কসমেটিক্স দোকানের পিছনের অংশ, ১টি জুতার দোকানের পিছনের অংশ এবং দোকানে থাকা গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। এদিকে, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুর

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ