বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সুফি মো. মিজানুর রহমান বলেছেন, অনৈতিক-অসততার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তরিক্বত তথা আধ্যাত্মিকত্ববাদের চর্চা করতে হবে। দ্বীনের সঠিক জ্ঞানচর্চার পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের বিজ্ঞান ও সাধারণ জ্ঞানচর্চার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে যাতে জঙ্গিবাদ সৃষ্টি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি গতকাল শনিবার নগরীর ছোবহানিয়া আলিয়া (কামিল এমএ) মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকী, পুরস্কার বিতরণী, মিলাদ মাহফিল ও ফাতিহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গভর্নিং বডির চেয়ারম্যান আবদুর রহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মো. হারুনুর রশিদ। আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ মাওলানা মো. জুলফিকার আলী চৌধুরী, শায়খুল হাদীস মাওলানা কাজী মঈনুদ্দীন আশরাফী, অধ্যাপক মো. শাহজাহান, মাওলানা মো. নেজাম উদ্দিন রশিদী, অধ্যাপক মতিউল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মো. জাহেদ হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।