Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাম্বুলেন্স তল্লাশি করে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সার্কেলের সদস্যরা বগুড়া-নওগাঁ মহাসড়কে অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নওগাঁ সদরের মৃত আবদুল জোব্বারের ছেলে আল-আমিন (৩৫) ও একই জেলার চকগ্রামের আজিম উদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম ( ৩৬)। এ ব্যাপারে থানায় রাতেই মাদক আইনে একটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সার্কেল সামসুল আলম জানায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের বিক্তিতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল ব্রিজের কাছে অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সে অভিনব কায়দায় ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে আশার সময় আল-আমিন ও আশরাফুলের কাছ থেকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গতকাল শনিবার আসামিদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ