Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলা ভাষার বিরুদ্ধে স্যাটেলাইট ষড়যন্ত্র চলছে মুসলিম লীগ

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলা ভাষা বিকাশে মুসলিমদের অবদান অনস্বীকার্য। বাংলা ভাষার বিরুদ্ধে স্যাটেলাইট ব্যবহার করে ষড়যন্ত্র চলছে। বিভিন্ন শিশুতোষ কার্টুন, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, এ্যানিমেলসসহ আরও কিছু চ্যানেল শিশুদের কাছে জনপ্রিয়। এসব চ্যানেলের বাংলা ডাবিং সংস্করণ থাকা সত্তে¡ও চ্যানেলগুলো হিন্দি ভাষায় ডাবিং করে বাংলাদেশে প্রচার করার মাধ্যমে আমাদের শিশুদের মন থেকে মায়ের ভাষা কেঁড়ে নেয়ার চেষ্টা হচ্ছে। ভাষা শহীদদের সম্মানার্থে ও মায়ের ভাষার অস্তিত্বের প্রতি ষড়যন্ত্র রুখতে ক্যাবল অপারেটরদের (কোয়াব) অগ্রণী ভ‚মিকা রাখতে হবে। গতকাল রোববার বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, খোন্দকার জিল্লুর রহমান, এস এইচ খান আসাদ, শেখ এ সবুর, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, ফারুক আহমেদ, কাজী এ এ কাফী, ছাত্রনেতা নূর আলম। নেতৃবৃন্দ বলেন, ৭শ’ থেকে ৯শ’ সালের মধ্যে বাংলা ভাষার উন্মেষ ঘটেছে। ক্রম বিবর্তণের পর বিভিন্ন ভাষার শব্দ সমন্বয়ে মধ্যযুগে বাংলা ভাষা একটি আধুনিক ভাষায় রূপান্তরিত হয়েছে। ১২০৩ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত ৫৫৪ বছরের মুসলিম শাসকদের উৎসাহে ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা সমৃদ্ধ ও বিকশিত হয়ে আধুনিক বাংলার ভিত্তি রচিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ