পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : দেশের উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদে স্বতন্ত্র পরিচালক পদে ৭ জন করে ১৪ জনকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালকদের মেয়াদ গত রোববার শেষ হয়েছে। এর প্রেক্ষিতে নতুন করে নিয়োগ অনুমোদন করা হয়েছে। গতক ১২ ফেব্রুয়ারি ৫৯৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদনের জন্য উভয় স্টক এক্সচেঞ্জ ১৪ জনের নাম প্রস্তাব করে বিএসইসি’র কাছে আবেদন করেছে।
বিএসইসি জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক পদে যাদের নিয়োগ অনুমোদন হয়েছে তারা হলেন, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া (বর্তমান চেয়ারম্যান), মোনায়ারা হাকিম আলী, প্রফেসর ড. আবুল হাশেম, ওয়ালিউল ইসলাম, প্রফেসর ড. এম কায়কোবাদ, ড. মো: মাসুদুর রহমান এবং বিগ্রেডিয়ার জেনারেল আবদুল মনসুর মো: আশরাফ খান। উল্লেখ্য, বর্তমান পর্ষদ থেকে রুহুল আমিন এবং বিগ্রেডিয়ার জেনারেল মো: মুজিবুর রহমান বাদ পড়েছেন। তাদের জায়গায় এসেছেন ড. মো: মাসুদুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মনসুর মো: আশরাফ খান। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক পদে যাদের নিয়োগ অনুমোদন হয়েছে তারা হলেন, ড. একে আবদুল মোমেন, মেজর জেনারেল (অব.) মো: শামিম চৌধুরী, প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ড. মঈনুল ইসলাম মাহমুদ, প্রফেসর এসএম সালামাত উল্লাহ ভুঁইয়া এবং প্রদীপ পাল। -ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।