Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উভয় শেয়ারবাজরে সূচকের পতন

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে গতকালের কার্যক্রম। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪২ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৮৮ পয়েন্ট।
তবে এদিন উভয় শেয়ারবাজারের লেনদেন সামান্য বেড়েছে।
এদিন উভয় শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ১১ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৬৫ কোটি ৭৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে মাত্র ১৮ কোটি ৩৭ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৪৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি ৬৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২ কোটি ৭৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৩৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং ১৪ দশমিক ২২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৩২ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২২৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ যমুনা অয়েল, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ডোরিন পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, পাওয়ার গ্রিড এবং ইস্টার্ন লুব্রিকেন্ট।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৮৮ কোটি ২৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮৮ দশমিক ২৪ পয়েন্ট কমে ৭ হাজার ৯২৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪৫ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৩৭ পয়েন্ট কমে ৯৫৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৯ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১২ হাজার ১২০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১৬৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ইসলামী ব্যাংক, ম্যাকসন স্পিনিং, মবিল যমুনা, মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম লিমিটেড, ডোরিন পাওয়ার, পদ্মা অয়েল, কেয়া কসমেটিকস, ইউনাইটেড এয়ার এবং ইউনাইটেড পাওয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উভয় শেয়ারবাজরে সূচকের পতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ