Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

উভয় পুঁজিবাজারে সূচক কমেছে

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে গতকালের লেনদেন কার্যক্রম। তবে এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর লেনদেন সামান্য বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৪৮ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪.২২ পয়েন্ট কমেছে।
উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৯৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৭২ কোটি ৭২ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৬৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১২০ কোটি ১৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৮৭ কোটি ৫২ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৭ পয়েন্টে এবং ০ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৭৯৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা, অলিম্পিক অ্যাক্সসরিজ, ইফাদ অটোমোবাইল, কেয়া কসমেটিকস, সামিট পোর্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত এবং সিএমসি কামাল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- এমারেল্ড অয়েল, ডেফোডিল কম্পিউটার, গোল্ডেন সন, ইস্টার্ন লুব্রিকেন্টস, দেশ গার্মেন্ট, কেয়া কসমেটিস, হামিদ ফেব্রিকস, বেক্সিমকো লি:, ইনটেক অনলাইন ও মিথুন নিটিং।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলোÑ প্রগতি লাইফ ইন্সুরেন্স, এইচআর টেক্স, শ্যামপুর সুগার, পদ্মা অয়েল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, নাভানা সিএনজি, মিরাক্যাল ইন্ডা:, ইস্টার্ন হাউজিং, বিজিআইসি ও সামিট অ্যালায়েন্স পোর্ট।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬২ কোটি ২৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৯ কোটি ৭২ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪ দশমিক ২২ পয়েন্ট কমে ৯ হাজার ২১২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩.২৬ পয়েন্ট কমে ১৫ হাজার ১৭৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১.১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১০৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩২.১০ পয়েন্ট কমে ১৩ হাজার ৪১৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১১৪টির এবং কোনো পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ডিবিএসইচ, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক অ্যাক্সেসরিজ, কেয়া কসমেটিকস, সামিট পোর্ট, এমারেল্ড অয়েল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিডি থাই এবং লাফার্জ সুরমা সিমেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উভয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ