পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়ে শেষ হয়েছে গতকালের লেনদেন। তবে গত বুধবারের চেয়ে বৃহস্পতিবার উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন কমেছে। গতকাল ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৫৯ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৬ দশমিক ৬৩ পয়েন্ট। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৭৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৮১ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৮৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ১৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ২৭ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ তিতাস গ্যাস, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, মবিল যমুনা, বাংলাদেশ শিপিং করপোরেশন, অ্যাকমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা এবং ব্র্যাক ব্যাংক।
অন্যদিকে গতকাল সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৯০ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২ কোটি ৮৫ লাখ টাকার বেশি।
সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৬ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৬৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১১৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ তিতাস গ্যাস, প্রিমিয়ার সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম লিমিটেড, সিঙ্গার বিডি, অ্যাকমি ল্যারেটরিজ, স্কয়ার ফার্মা এবং ব্র্যাক ব্যাংক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।