বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন বলেছেন, সিলেটের উন্নয়নে দাবি তুলেই দাবি আদায় করে নিতে হবে। প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নে খুবই আন্তরিক। বিশেষ করে প্রবাসীদের দাবি পূরণে তিনি সচেষ্ট রয়েছেন। এ কারণে সিলেটের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে সবাই মিলে সোচ্চার হতে হবে। তবেই দাবি পূরণ সম্ভব হবে।
সিলেটের তিন দফা দাবি বাস্তবায়ন পরিষদ-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ। সংগঠনের যুগ্ম আহবায়ক রানা ফেরদৌস চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেটের সুনির্দিষ্ট তিনটি দাবি নিয়ে আলোচনা করা হয়। দাবিগুলোর মধ্য রয়েছে- বিমানবন্দরে বিদেশী উড়োজাহাজ অবতরণ ও দুই পাশে ফোরলেন বাইপাস সড়ক নির্মাণ করা, সিলেটে আবাসিক গ্যাস সংযোগ চালু করা ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন। এই তিনটি দাবি নিয়ে সিলেটের সুধীজনেরা তাদের মতামত তুলে ধরেন।
ড. মোমেন সিলেটের ঝুলে থাকা গ্যাস সংযোগের সিদ্বান্ত নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে বলে জানিয়ে বলেন, সিলেটের গ্যাস দিয়েই গোটা দেশের চাহিদা পূরণ করা হয়। কম প্রেসারের গ্যাসগুলো সিলেটে সরবরাহ করলেই স্থানীয় চাহিদা পূরণ করা সম্ভব। এখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে- ইতিবাচক ফল আসবে। সিলেটের স্বাস্থ্য, যোগাযোগসহ নানা দিকে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তিনি। পাশাপাশি সিলেটের দাবি নিয়ে প্রবাসীদের নানা কর্মকান্ড সরকারকে উন্নয়ন কর্মকান্ডে আরও বেশি আগ্রহ করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, সিলেট নিয়ে প্রবাসীদের দাবিগুলো খুবই চমৎকার। সেগুলোকে আমলে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করলে এই সিলেট আরও এগিয়ে যাবে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দাবি দীর্ঘদিনের। আশা করি সেটিও হবে। তিনি বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটের মুরব্বী। তিনি সরকারের মন্ত্রী। এ কারণে মন্ত্রীকে নিয়েও একদিন বসতে হবে। এ সব বিষয় তার কাছে উপস্থাপন করলে আশা করি অনেক কাজই শুরু করা যাবে। অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট চেম্বারের সাবেক সভাপতি এম এ সালাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, এডভোকেট মুজিবুর রহমান, গণদাবি পরিষদের সভাপতি আতাউর রহমান আজাদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক শফিউল আলম নাদেল, অধ্যক্ষ ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার বদরুল ইসলাম শোয়েব, কলামিস্ট আপ্তাব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার শিপার আহমদ, আটাব-এর সভাপতি আব্দুল জলিল প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানের শুরুতেই তিনটি দাবি নিয়ে বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।