Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার বনভোজন ৩ মার্চ

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা এলিফ্যান্ট রোডে ময়মনসিংহ অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা নির্বাহী সভা গত সোমবার সভাপতি ক্যাপ্টেন (অব:) জামিলুর রহমান খান ও নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ মার্চ, শুক্রবার সিদ্ধিরগঞ্জ, হরিপুর পাওয়ার স্টেশন ভিআইপি স্পটে সমিতির পক্ষ থেকে ‘বনভোজন ২০১৭’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বনভোজন কমিটির আহবায়ক তার স্বাগত বক্তব্যে বনভোজনের শতভাগ সাফল্যের ঘোষণা দিয়ে ভর্তুকির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। সভায় সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু করার লক্ষ্যে ৮টি কমিটি গঠন করা হয়। বনভোজন স্থলে র‌্যাফেল ড্র, অন্যান্য সকল খেলাধুলা ও হাউজি খেলার ব্যবস্থা থাকার সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠানের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, ইঞ্জি: আব্দুর রাজ্জাক, আতিকুজ্জামান খান, আলহাজ আব্দুল কুদ্দুস খান, জহিরুল ইসলাম, ফকির জহির, নাজলীন জাহান পপি, হাবিবুর রহমান তালুকদার, হেলাল উদ্দিন, সাইফুদ্দিন মনি, আহমেদ ফখরুদ্দিন, মো: গিয়াস উদ্দিন, মফিদুল হক সজল, রীনা প-িত, মাহারুজ তালাল দাইয়ান, জুবায়ের ইবনে সালেহ, শফিকুর রহমান আকন্দ, কৃষিবিদ রফিক, খলিলুর রহমান, প্রফেসর বজলুর রশিদ, মো: আনোয়ার হোসেন, মিন্টু, নুরুন নবী, এড. রুহুল আমীন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বনভোজন

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ