Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়া এরিয়ার অফিসার্স বনভোজন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার অফির্সাস বনভোজন-২০১৯ গতকাল শনিবার সারদা পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি উপস্থিত হিসেবে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মেয়রপত্নী।

সারদা পুলিশ একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার অফির্সাস ও তাদের পরিবারেরর সদস্যদের নিয়ে দিনব্যাপী বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে মেয়র লিটনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেয়র পত্নী শাহীন আকতার রেনী।
অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার কমান্ডার মেজর জেনারেল সাইফুল আলম, এসইউপি, এডব্লিউসি, পিএসসি। বনভোজনে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মো. নজিবুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার একেএম হাফিজ আক্তারসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বনভোজন

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ