Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্ট নয়, ওয়ানডেতে শুরু শ্রীলঙ্কা সফর

পয়েন্ট কমলেও আগের অবস্থানেই বাংলাদেশ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভারতের বিপক্ষে বহুলালোচিত একমাত্র টেস্ট শেষে টাইগারদের সামনে এখন শ্রীলঙ্কা মিশন। স্বাগতিকদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে এই মাসের শেষে দ্বীপদেশটিতে উড়াল দিবে বাংলাদেশ দল। সফরে লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ এর পৃথক তিনটি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফরকে সামনে রেখে অনুশীলন শুরু হবে আগামী ২৪ ফেব্রæয়ারি। টেস্ট দিয়ে সফর শুরু হবার কথা থাকলেও কিছুটা পরিবর্তন হয়ে ওয়ানডে সিরিজ দিয়ে লঙ্কা সফর শুরু হবে বাংলাদেশের। এক সংবাদ সম্মেলনে বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম জানান, বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক লড়াই মাঠে গড়াবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ দিয়ে, ‘৭ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়েই সিরিজ শুরু হবে। ফ্লাইটসূচি অনুযায়ী ২৭ অথবা ২৮ ফেব্রæয়ারি বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিবে।’
তবে তার আগে স্বস্তির খবরই পেয়েছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটি শেষ হওয়ার পর দলীয় র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যেখানে ভারতের রেটিং পয়েন্ট ১ বেড়েছে। অন্যদিকে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১ কমলেও তারা আগে অবস্থানেই রয়েছে। ভারতের বিপক্ষে টেস্টের আগেও বাংলাদেশ টেবিলের নবম স্থানে ছিল। ১ পয়েন্ট কমে ৬১ পয়েন্ট নিয়ে এখনও তাদের অবস্থান একই। টেবিলের শীর্ষে রয়েছে ভারত। তাদের বর্তমান রেটিং পয়েন্ট এখন ১২১। আর ১০৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০৭। চার থেকে আট নম্বরে থাকা বাকিদের পয়েন্ট যথাক্রমে ইংল্যান্ড ১০১, নিউজিল্যান্ড ৯৮, পাকিস্তান ৯৭, শ্রীলঙ্কা ৯২ আর ওয়েস্ট ইন্ডিজ ৬৯। দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ০৫।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ