Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অশ্বিনের ক্লাসে ছাত্র মিরাজ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ইংল্যান্ড সিরিজে অভিষেক ঘটা মিরাজ দুই টেস্টেই তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের ১৯ উইকেট। তার স্পিন ঘূর্ণিতেই নাকাল হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট হারে ইংলিশরা। সেসময় মিরাজের বোলিংয়ে মুগ্ধ হয়ে অশ্বিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছিলেন, ‘মেহেদি হাসান নামের অফ স্পিনারটা দারুণ’। তার সেই কথা মনে ধরেছে মিরাজের। সেই থেকে তার ভক্তই বনে গেছেন তরুণ এই অলরাউন্ডার। তাই তো ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে হয়াদারাবাদের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বলে যাওয়া কথা ভোলেননি মিরাজ। ঐতিহাসিক এই টেস্ট খেলতে যাবার আগে এই অলরাউন্ডার বলেছিলেন, ‘অশ্বিন বিশ্বমানের খেলোয়াড়। আমার লক্ষ্য থাকবে খেলা শেষে ওর সঙ্গে কথা বলে কিছু টিপস নেয়া। ও ম্যাচে কীভাবে বোলিং করছে, তা কাছে থেকেই দেখতে পারব। সে অভিজ্ঞতাও আমার জন্য অনেক কাজে লাগবে।’ সেকথা বাধ্য ছাত্রের মত অক্ষরে অক্ষরে পালন করলেন উদীয়মান এই ক্রিকেটার। আর তাইতো টেস্টের পরপরই অশ্বিনের সঙ্গে বসলেন তিনি। মিরাজ জানালেন, তাঁকে অনেক কিছুই শিখিয়েছেন বিশ্বসেরা এই অফ স্পিনার।
কী শেখালেন অশ্বিন? ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে মিরাজ বলেছেন, ‘ম্যাচে কীভাবে পরিস্থিতি অনুযায়ী বল করতে হয়, অশ্বিন আমাকে সেটিই বলেছে। ঢাকা ছাড়ার আগেই ভেবে রেখেছিলাম, অশ্বিনের সঙ্গে কথা বলব। টেস্ট ম্যাচের কোন পরিস্থিতিতে কীভাবে বল করতে হয়, সেটা জানব।’ অশ্বিন মিরাজের সঙ্গে কথা বলেছেন আন্তরিক এক শিক্ষকের মতোই। মিরাজকে অভয় দিয়ে বলেছেন, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে চলতে থাকবে তাঁর উন্নতিটাও। তবে আন্তর্জাতিক ক্রিকেটে যে পরিশ্রমের বিকল্প নেই মিরাজকে সেটি বলেছেন স্পষ্ট করেই, ‘অশ্বিন বলেছে, আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। মাঠে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে।’ অশ্বিনকে শিক্ষক হিসেবে বেছে নেয়ার কারণটাও জানিয়েছেন মিরাজ, ‘অশ্বিন কয়েক বছর ধরে দুর্দান্ত খেলছে। তাঁর অনেক অভিজ্ঞতা। অনেক ভেরিয়েশন নিয়ে সে বল করে। আমার জন্য ওর কাছ থেকে বোলিং টিপস নেয়াটা দারুণ এক অভিজ্ঞতা। সে একজন সফল এবং দারুণ বোলার।’
হায়দরাবাদ টেস্টে বোলার মিরাজকে খুব কাছ থেকেই দেখেছেন অশ্বিন। যদিও এই টেস্টে মিরাজ বল হাতে আলো ছড়াতে পারেননি। প্রথম ইনিংসে ৪২ ওভার বল করে তুলে নিয়েছিলেন দুই উইকেট। আর দ্বিতীয় ইনিংসে সাত ওভার হাত ঘুরালেও দেখা পাননি উইকেটের। তবে বল হাতে না হলেও ব্যাট হাতে নজর কেড়েছেন ডানহাতি এই অলরাউন্ডার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিরাজ

২৮ এপ্রিল, ২০২২
২৬ এপ্রিল, ২০২২
১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ