Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্লাস্টিক পণ্য রপ্তানি করে আয় মাত্র ৮ কোটি ৯০ লাখ ডলার

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : দেশ-বিদেশের ৭২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে প্লাস্টিক মেলায়। রাজধানীতে চার দিনের ১২তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হচ্ছে আজ বুধবার থেকে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় চার শতাধিক স্টল থাকবে। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যসামগ্রী ও প্লাস্টিক পণ্য উৎপাদনের প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করবে। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এবং চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করছে। চার দিনের মেলায় দেশীয় প্রতিষ্ঠানগুলো গৃহস্থালি সামগ্রী, পণ্য মোড়কীকরণের উপকরণ, প্লাস্টিক মোল্ড, খেলনা, আসবাব, মেলামিন, পোশাক খাতের সরঞ্জাম, পিপি ওভেন ব্যাগ ইত্যাদি প্রদর্শন করবে। আর বিদেশি প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং, পিপি ওভেন ব্যাগ, প্যাকেজিং, ফ্লেক্সোগ্রাফিক, পেট ব্লো, প্লাস্টিক ব্যাগসহ বিভিন্ন পণ্য তৈরির যন্ত্র প্রদর্শন করবে। প্লাস্টিক পণ্য রপ্তানি (সরাসরি) করে গত ২০১৫-১৬ অর্থবছর ৮ কোটি ৯০ লাখ ডলার আয় হয়। এই আয় তার আগের অর্থবছরের ১০ কোটি ডলারের চেয়ে সাড়ে ২৪ শতাংশ কম। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দিন বলেন, প্লাস্টিকের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় পেট্রোকেমিক্যাল। কিছুদিন ধরে বিশ্ববাজারে পেট্রোকেমিক্যালের দাম নিম্নমুখী। তাই প্লাস্টিক পণ্যের দামও পড়ে গেছে। তাই রপ্তানি আয় কমে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্লাস্টিক

২৬ সেপ্টেম্বর, ২০২২
২০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ