পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে স¤প্রতি ‘গ্রীণ ট্রান্সফরমেশন ফান্ড’ এ অংশগ্রহণ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার, মনোজ কুমার বিশ্বাস এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর, এস. কে সুর চৌধুরী, এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ‘গ্রীণ ট্রান্সফরমেশন ফান্ড’ এর মাধ্যমে টেক্সটাইল, টেক্সটাইল সামগ্রী এবং লেদার ম্যানুফেক্চারিং সেক্টরগুলো সুলভে এবং সহজে বৈদেশিক অর্থায়নের সুবিধা উপভোগ করতে পারবেন।-প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।